শিলিগুড়ি : বাড়িতে জলের কল রয়েছে অথচ জল নেই। সমস্যায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত দক্ষিণ শান্তিনগর এলাকার আনন্দপল্লি ১৯/৫৩ পার্টের বাসিন্দারা। পানীয় জল না আসায় ক্ষুব্ধ বাসিন্দারা। জানা গিয়েছে, দীর্ঘ দুবছর ধরে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় পরিশ্রুত পানীয় জলের পাইপলাইন বসানো হয়েছে। কিছু জায়গায় পানীয় জল আসলেও দক্ষিণ শান্তিনগর এলাকায় এখন পর্যন্ত জল নেই ১১০টি বাড়িতে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
বাসিন্দাদের একাংশের অভিযোগ, আমরা দীর্ঘদিন ধরে জল সংকটে ভুগছি। পানীয় জল আনতে অন্যত্র যেতে হয়। গ্রীষ্মকালে কুয়োর জলও শুকিয়ে যায়।যে কারণে পানীয় জল কিনে খেতে হয়। বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়ত সদস্য-সহ বিভিন্ন দফতরে জানানো হলেও এখনো পর্যন্ত কোনোরকম সুরাহা মেলেনি বলে অভিযোগ। এই কারণে এদিন রাস্তায় নেমে জলের দাবি জানান এলাকার বাসিন্দারা সহ শিশুরা।
এই বিষয় নিয়ে ফোনে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, শুধু দক্ষিণ শান্তিনগর এলাকায় নয় চয়নপাড়া সহ গোটা এলাকার মানুষ জল সমস্যায় ভুগছেন। এলাকায় রিজার্ভার কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জলের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর টাকা দিয়েছে।তারপরেও সাধারণ মানুষকে পানীয় জল দিতে পারছে না এটা খুব অন্যায়।সেখানকার প্রধান কোন কাজ করেন না বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে ডাবগ্রাম ২ এর প্রধান সুধা সিংহ চ্যাটার্জী বলেন, “প্রতিটি পঞ্চায়েত এবং অঞ্চল থেকে পিএইচই দফতরকে চিঠি দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুসারে প্রতিটি বাড়িতে ২০২৪-এর মধ্যে জল পৌঁছে যাবে। প্রাথমিকভাবে সমস্ত কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। রিজার্ভার বসানোর কাজ চলছে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় জল পৌঁছানোর কাজ হয়ে গিয়েছে আর কিছুদিনের মধ্যেই শান্তিনগর এবং পার্শ্ববর্তী এলাকায় জল পৌঁছে যাবে।”
অনির্বাণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।