#শিলিগুড়ি: অ্যাথলেটিক্সে নাম উজ্জ্বল করছে শিলিগুড়ি। শিলিগুড়ি শহরে সোনার মেয়ে এথেলিট স্বপ্না বর্মন এবং অসমের অ্যাথলিট হিমা দাসের মত প্রতিভার বিকাশ ঘটছে। জাতীয় স্তরে পদক নিয়ে এসেছেন শিলিগুড়ির মেয়ে পূজা প্রামাণিক। এবার তাদের নামের সঙ্গে আরও দুই প্রতিভাবান অ্যাথলিটের নাম উঠে আসছে ।
আবারও শিলিগুড়ি শহরের নাম উজ্জ্বল করল শিলিগুড়ির বাল্মিকী বিদ্যাপীঠের পড়ুয়া সীমা দাস এবং কনিকা বৈদ্য। সীমা দাস আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সালে ঝাড়খন্ডের রাঁচিতে জাতীয় স্তরের খেলার আসর অংশগ্রহণ করবে। রাজ্য স্তরের আসরে কনিকা বৈদ্য জ্যাভলিন থ্রোতে অংশগ্রহণ করবে সামনের ফেব্রুয়ারি মাসে। স্কুলের এই দুই কৃতী ছাত্রীর সাফল্যে খুশি স্কুলের সমস্ত পড়ুয়া থেকে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা।
আরও পড়ুন - স্ত্রী পরিত্যক্ত, 'আমার জিনিস ফিরিয়ে দাও' প্রশ্ন করেই মহিলাকে কুড়ুলের কোপ, তারপর...
প্রসঙ্গত সীমা দাস শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের অনুর্ধ্ব ১৮ বালিকা বিভাগে ৫ কিলোমিটার এবং ৩ কিলোমিটার হাঁটা রেসে প্রথম স্থান লাভ করেন। তাঁর এই সাফল্যের জেরে সে জাতীয় স্তরে ১০ কিলোমিটার হাঁটা রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পাশাপাশি স্কুলের পড়ুয়া কনিকা বৈদ্য শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের অনুর্ধ্ব ১৮ বালিকা বিভাগের জ্যাভলিন থ্রো তে প্রথম স্থান অধিকার করে রাজ্য স্তরে খেলতে যাবেন।
আরও পড়ুন - Jio Recharge Offer: জিও-র জবরদস্ত অফার, একবার রিচার্জ করালে পুরো ২৩ দিনের ফ্রি ৭৫ জিবি ডেটা
১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানও লাভ করে কনিকা। বাল্মিকী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অনুপ দাস এবং ক্রীড়া শিক্ষক ইন্দ্রজিৎ ঘোষ জানান, স্কুলের পড়ুয়াদের সাফল্যে আমরা খুশি। এই পড়ুয়ারা অন্য ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা জোগাবে পাশাপাশি তারা যাতে ভবিষ্যতে আরও বড় জায়গায় যেতে পারে তার চেষ্টা আমরা স্কুল কর্তৃপক্ষ থেকে করব।
Anirban Ray
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।