শিলিগুড়ি : আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনে টয়ট্রেনে চেপে পাহাড়ের অপরূপ সৌন্দর্যের স্বাদ নেবেন বিদেশের প্রতিনিধিরা । এই প্রতিনিধিদের মাধ্যমেই দেশের বাইরেও বিশ্বে প্রচার হবে হেরিটেজ টয় ট্রেনের। তাই জি২০ সামিটে আসা বিদেশি প্রতিনিধিদের জন্যে বিশেষ ব্যবস্থা করছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। সবচেয়ে পুরনো স্টিম ইঞ্জিনে টয়ট্রেনের হেরিটেজ ফ্লেভার দিতে প্রস্তুত রেল। সেইমতো সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে।
৩ এপ্রিল দার্জিলিং-ঘুম জয়-রাইডের স্বাদ নেবেনে বিদেশি প্রতিনিধিরা। রেল জানিয়েছে, ভিস্টাডোম কোচে করে জয়-রাইড উপভোগ করবেন তাঁরা। ইতিমধ্যে তিনটি স্টিম ইঞ্জিনের স্বাস্থ্য পরীক্ষা করে তৈরি রাখা হয়েছে। পাশাপাশি ভিস্টাডোম কোচগুলিও একবার করে পরীক্ষা করে নেওয়া হয়েছে। ডিএইচআর ডিরেক্টর বলেন, “স্টিম ইঞ্জিনে ভিস্টাডোম কোচে বিদেশের প্রতিনিধিরা পাহাড়ে ঘুরবেন। তার ব্যবস্থা করা হচ্ছে।"
জি২০ সামিটের জন্যে জায়গা চিহ্নিত করা হয়েছে। সেইমতো মাসখানেক আগেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। শিলিগুড়ি থেকে কার্সিয়াং, দার্জিলিংয়ে যাবেন বিভিন্ন প্রতিনিধিরা। তাঁরা যেমন মকাইবাড়ি চা বাগানে পূর্ণিমার আলোয় চা পাতা তোলার আনন্দ নেবেন, তেমনই টয়ট্রেনে চেপে পাহাড়ি পথের আনন্দ নেবেন। তারই প্রস্তুতি শুরু করেছে রেল।
পাহাড়ের দার্জিলিং, ঘুম, কার্সিয়াংয়ের মতো স্টেশনগুলিকে সাজানো হচ্ছে। দুটি স্টিম ইঞ্জিন তৈরি করা হয়েছে। প্রতিটি ইঞ্জিনের সঙ্গে দুটি করে ভিস্টাডোম কামরা জুড়বে। একটি ইঞ্জিন স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজন বুঝে দুটি স্পেশাল জয়-রাইড চালানো হতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে। তিনটি ইঞ্জিন নতুন করে রং করা হয়েছে। ইতিমধ্যেই রংয়ের কাজ শেষ হয়েছে। এই তিনটি ইঞ্জিনের মধ্যে ৮০৬বি সবচেয়ে পুরনো ইঞ্জিন বলে রেল জানিয়েছে।
অনির্বাণ রায়নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri, Siliguri News