হোম /খবর /শিলিগুড়ি /
নর্দমা পরিষ্কারের সময় বেরিয়ে এল মানুষের মাথার খুলি, আতঙ্কে সাফাইকর্মীরা

Siliguri News: নর্দমা পরিষ্কারের সময় বেরিয়ে এল মানুষের মাথার খুলি, ভয়ে-আতঙ্কে কেঁপে উঠলেন সাফাইকর্মীরা

নর্দমা পরিষ্কার করতে গিয়ে যা বেরিয়ে এল রহস্যময় জিনিস

নর্দমা পরিষ্কার করতে গিয়ে যা বেরিয়ে এল রহস্যময় জিনিস

মঙ্গলবার সকালে সাফাই কর্মীরা ড্রেন পরিষ্কার করতে নেমেছিল। চলছিল কাজ। আচমকাই ভয়ে কেঁপে উঠলেন সবাই! ড্রেনে পড়ে মানুষের মাথার খুলি

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

শিলিগুড়ি : নর্দমা পরিষ্কার করতে গিয়ে ঘুম উড়ল সাফাই কর্মীদের! ড্রেনের ভিতর ওটা কী? ভয়ে-আতঙ্কে আত্মারাম খাঁচাচাড়া অবস্থা! ঘেমে নেয়ে একশা! ঘটনাটি শিলিগুড়ি পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের তিলক রোড এলাকায়।

মঙ্গলবার সকালে সাফাই কর্মীরা ড্রেন পরিষ্কার করতে নেমেছিল। চলছিল কাজ। আচমকাই ভয়ে কেঁপে উঠলেন সবাই! ড্রেনে পড়ে মানুষের মাথার খুলি। জানা যায়, ড্রেন পরিষ্কারের সময় সাফাইকর্মীরা  দেখতে পায় মাথার খুলিটি । মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মাথার খুলি দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। ঘটনাস্থলে ছুটে আসেন কাউন্সিলর বাসুদেব ঘোষ। খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। পুলিশ এসে খুলিটি উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাথার খুলিটি আসল না নকল, তা পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে। অন্যদিকে কাউন্সিলর বাসুদেব ঘোষ জানান, '' দু'দিন ধরে বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে অন্য কোথাও থেকে খুলিটি ভেসে এসে থাকতে পারে।''  পুলিশ মাথার খুলিটিকে উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। প্রসঙ্গত, এর আগে শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায় বাড়ির ছাদ থেকে মাথার খুলি উদ্ধার হয়েছিল।

অনির্বাণ রায়

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Siliguri News