শিলিগুড়ি : পাচারের আগেই ফিল্মি কায়দায় ২২৩ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় গ্রেফতার দুই পাচারকারী। জানা গিয়েছে, পুলিশের চোখে ধুলো দিতে গিয়ে ১২ চাকার একটি খালি ট্রাকে গোপন চেম্বার তৈরি করে সেই চেম্বারে বিপুল পরিমাণ গাজা পাচার হচ্ছিল। শুক্রবার ভোররাতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। অবশেষে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই গাড়ির ভিতরে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় একের পর এক গাঁজার প্যাকেট।
পুলিশ সূত্রে জানা যায়, চেম্বার থেকে দুই কুইন্টাল ২৩ কেজি গাঁজা উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৪ লক্ষ টাকা। ত্রিপুরার আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল গাঁজাগুলি। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নীতিশ কুমার এবং মহম্মদ সালাম। দু’জনেই বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অনির্বাণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri