হোম /খবর /শিলিগুড়ি /
নিউ জলপাইগুড়ি স্টেশনে হাড়-কাঁপানো ঘটনা, চলন্ত ট্রেনে চলল পরপর গুলি,মৃত ১

Siliguri News: নিউ জলপাইগুড়ি স্টেশনে হাড়-কাঁপানো ঘটনা, চলন্ত ট্রেনে চলল পরপর গুলি,মৃত ১

কামাক্ষ্যা-আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিল। তার আগে একটি জায়গায় হল্ট করে ট্রেনটি। আর তখনই বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দ শুনতে পান আশপাশের লোকেরা। ছুটে গিয়ে ট্রেনে উঠে দেখা যায়, এক যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

শিলিগুড়ি : নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের কাছে হাড়হিম করা ঘটনা। ভরা ট্রেনে আচমকা চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত ১।  ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে । প্রশ্ন উঠছে রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। পাশাপাশি প্রশ্ন উঠছে যাত্রীদের সুরক্ষা ও রেলের নিরাপত্তা নিয়েও।  রেল পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে ।

সূত্রের খবর, কামাক্ষ্যা-আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিল। তার আগে একটি জায়গায় হল্ট করে ট্রেনটি। তখনই বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দ শুনতে পান আশপাশের যাত্রীরা। ছুটে গিয়ে ট্রেনে উঠে দেখা যায়, এক যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ ও আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ডাউন ১২৫০৫ নর্থ ইস্ট এক্সপ্রেসের জেনারেল কামরায় ওই ঘটনাটি ঘটেছে। আউটারে দাঁড়িয়ে থাকাকালীন আচমকা পরপর তিন রাউন্ড গুলির শব্দ শুনতে পায় অন্যান্য যাত্রীরা৷ ট্রেনটি এনজেপি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই গোটা স্টেশনে হইচই শুরু হয়ে যায়।

খবর পেয়ে স্টেশনে ছুটে আসে আরপিএফ ও রেল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গুলিবিদ্ধ ব্যক্তির রক্তাক্ত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা স্টেশন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ ও রেল পুলিশ। ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে তদন্তকারীদের মধ্যে।

সুপারিন্টেন্ড্যান্ট অফ রেল পুলিশ পি সেলভামুরুগান বলেন, '' গুলিবিদ্ধ হয়ে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম- পরিচয় জানার চেষ্টা চলছে।''  ট্রেনের এক যাত্রী সুনিল কুমার বলেন,  '' পাশের কামরা থেকে আচমকা তিন রাউন্ড গুলির শব্দ আসে। পরে গিয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় পরে রয়েছেন। ''

অনির্বাণ রায়

Published by:Rukmini Mazumder
First published: