হোম /খবর /শিলিগুড়ি /
হলুদ রঙের ব্যাগে করে পাচার করা হচ্ছে ওটা কী ? দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের

Siliguri News: হলুদ রঙের ব্যাগে করে পাচার করা হচ্ছে ওটা কী ? দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের

হলুদ রঙা ব্যাগে করে যা পাচার হচ্ছিল টা দেখে চক্ষুচড়কগাছ পুলিশের!

হলুদ রঙা ব্যাগে করে যা পাচার হচ্ছিল টা দেখে চক্ষুচড়কগাছ পুলিশের!

অভিযান চালিয়ে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল ভক্তিনগর থানার পুলিশ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

শিলিগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে এদিন শিলিগুড়ির খোলাচাঁদ ফাঁপর এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল ভক্তিনগর থানার পুলিশ। অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ দুই যুবককে প্রথমে আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। ঘটনায় ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আগামীকাল অর্থাৎ শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে বলেই জানা গিয়েছে।

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার অভিযানে নামে ভক্তিনগর থানার পুলিশ। অভিযান চালানো হয় বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন খোলাচাঁদ ফাঁপড়ি এলাকায়। অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এরপরই দুই যুবকের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ সূত্রে খবর, ওই দুই যুবক হলুদ রঙের একটি ব্যাগে করে বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে পাচারের উদ্দেশে যাচ্ছিল। ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতরা কালিয়াচকের বাসিন্দা আলিম মমিন এবং শিলিগুড়ির শালুগাড়া এলাকার বাসিন্দা সুরেশ রায়।

ধৃতদের আগামিকাল আদালতে পেশ করা হবে. পাশাপাশি এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এমনকি এও খতিয়ে দেখা হচ্ছে ওই বিপুল পরিমাণ ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল ধৃতরা।

অনির্বাণ রায়

Published by:Rachana Majumder
First published: