হোম /খবর /শিলিগুড়ি /
গরমে নিস্তার পেতে চান? আপনার গন্তব্য হোক কলকাতা থেকে ঢিলছোড়া দূরের এই স্থান

Siliguri News: গরমে নিস্তার পেতে চান? আপনার গন্তব্য হতে পারে কলকাতা থেকে ঢিলছোড়া দূরের এই স্থান

X
পাহাড়ি [object Object]

মনোমুগ্ধকর পাহাড়ি খরস্রোতা নদীর কলরব। অন্ধকার নামলেই ঝিঁঝিঁ পোকার ডাক সঙ্গে বন ফায়ার।

  • Share this:

শিবখোলা: উত্তর মানেই প্রকৃতির খেলা। আবার প্রকৃতির মাঝে এডভেঞ্চারের মজা নিতে ভালবাসি আমরা সবাই। আর যদি বলতেই হয় শান্ত স্নিগ্ধ পরিবেশে অ্যাডভেঞ্চারাস একটি জায়গা খুঁজে নিতে তাহলে পছন্দের মধ্যে সেরা ঠিকানা শিবখোলা এডভেঞ্চার ক্যাম্প। এবার ভাবছেন কিভাবে পৌঁছবো? অবশ্যই শহর শিলিগুড়ির একেবারে কাছে উত্তরের সেরা অ্যাডভেঞ্চার মূলক পর্যটন শিবখোলা। চারিদিকে পাহাড় পাশ দিয়ে বয়ে গেছে মহানদী। নদীর কল কল শব্দে মন ভরে যায় সকলের ।

শিলিগুড়ি শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে মনোরম শান্ত পরিবেশ আর সঙ্গে মনোমুগ্ধকর পাহাড়ি খরস্রোতা নদীর কলরব।আর অন্ধকার নামলেই ঝিঁঝিঁ পোকা ডাক সঙ্গে বন ফায়ারের সুবিধা। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে পৌঁছে যেতেই পারে শিব খোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে। যেখানে সুন্দর পরিবেশের সঙ্গে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে জানালেন শিব খোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পের কর্নধার সুদান লামা। খরচ একেবারেই সামান্য। এনজিপিতে নেমে শেয়ার গাড়িতে করে মাত্র ২২ টাকা খরচেই শিবখোলা পৌঁছে যেতে পারবেন আপনি। একদিন থাকা খাওয়া মিলিয়ে খরচ ১৩০০ টাকা প্রতি জন হিসেবে।

আরও পড়ুন: প্রাথমিকের চাকরি বাতিল মামলায় জোর সওয়াল বিকাশরঞ্জনের, সামনে আনলেন ‘প্রমাণ’! তুমুল চাঞ্চল্য

তাই গরম বাড়তেই শিলিগুড়ি শহরের অদূরেই শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প সঙ্গী হয়েছে অনেকের। এই গরমে নিস্তার পেতে সকলের ঠিকানা হয়েছে পাহাড়ি গ্রাম শিবখোলায়। ক্যাম্পের কর্ণধার সুদান লামা জানান, “চারিদিকে পাহাড় ঘেরা শান্ত এই গ্রাম। মহানদীর কলকল শব্দে মন ছুঁয়ে যাবে সকলের। রাজ্যের অন্যান্য জায়গায় প্রচন্ড গরম বেড়েছে তাই সকলে পাহাড়ি জায়গায় বেড়াতে আসছেন। আমাদের এই অ্যাডভেঞ্চার কামটা একটু অফবিট । তাই সকলের পছন্দের জায়গা হয়ে উঠেছে এই শিবখোলা এডভেঞ্চার ক্যাম্প।” তিনি আরও জানান যে, এই মাসের একটা দিনও আর খালি নেই প্রতিদিন বুকিং হয়ে রয়েছে। পর্যটকদের সামলাতে যথারীতি হিমশিম খেতে হচ্ছে তাদের।

অনির্বাণ রায়

Published by:Rachana Majumder
First published:

Tags: Siliguri