হোম /খবর /শিলিগুড়ি /
শিলিগুড়ির জন্য বিশাল ঘোষণা, এখন থেকে শিলিগুড়ির স্থলবন্দর বদলে যেতে চলেছে আমূল

Siliguri News: শিলিগুড়ির জন্য বিশাল ঘোষণা, এখন থেকে শিলিগুড়ির স্থলবন্দর বদলে যেতে চলেছে আমূল

X
শিলিগুড়িতে [object Object]

Siliguri News: পূর্বে যে কোন শিপমেন্ট ইমপোর্ট করাতে গেলে কলকাতা বন্দরে করাতে হত কিন্তু এখন থেকে শিলিগুড়ির এই স্থলবন্দর এই বিদেশী সামগ্রী আমদানি করা যাবে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

শিলিগুড়ি: প্রথমবার কার্গো কন্টেইনারের শিলিগুড়ির ডাবগ্রাম আইসিডি স্থল বন্দরে বিদেশী সামগ্রী আমদানি করা হল। ২০২০ সালে শিলিগুড়িতে এই স্থল বন্দরটি স্থাপিত হয়েছিল। এতদিন পর্যন্ত কলকাতার বন্দরে শিপমেন্ট ইমপোর্ট করা হত কিন্তু এখন থেকে শিলিগুড়িতে এই আইসিডি ডাবগ্রাম স্থল বন্দরে বিদেশি সামগ্রী ইমপোর্ট করা যাবে। কাস্টম ক্লিয়ারেন্স এই বন্দর থেকেই হবে। এতে ব্যবসায়িক দিক দিয়ে অনেকটাই উন্নতি হবে বলে জানিয়েছেন আইসিডি ডাবগ্রামের কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিধায়ক ছিলেন, আবার ইতিহাসের শিক্ষক! স্কুলে না এসেও বেতন পাওয়ার দিন শেষ হল জীবনের

আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য ছাড়বে এই বিশেষ ট্রেন, জানুন সময়সূচি

প্রসঙ্গত, মেসার্স প্রিস্টাইন হিন্দুস্তান ইনফ্রাপ্রজেক্টস প্রা. লিমিটেড (পিএইচআইপিএল) শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষর সাহায্যে পিপিপি-র অধীনে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে একটি রেল-সংযুক্ত অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি)/প্রাইভেট মালবাহী টার্মিনাল তৈরি করেছে এবং পরিচালনা করেছে। ২৯ একর জায়গাযুক্ত এই স্থলবন্দর উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের একমাত্র ব্যক্তিগত মালবাহী টার্মিনাল যা সমগ্র উত্তরবঙ্গ, সিকিম, উত্তর বিহার, উত্তর-পূর্ব ভারতকে জুড়ে রেখেছে। পূর্বে যে কোন শিপমেন্ট ইমপোর্ট করাতে গেলে কলকাতা বন্দরে করাতে হত, কিন্তু এখন থেকে শিলিগুড়ির এই স্থলবন্দর এই বিদেশী সামগ্রী আমদানি করা যাবে।

সংস্থার ভাইস প্রেসিডেন্ট দিলীপ দুগ্গার জানান, "চিনের সাংহাই থেকে সরাসরি শিলিগুড়িতে প্রথম আমদানি চালানের আগমনের ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। বড় প্রচেষ্টার পরে শিলিগুড়ি শহরটিকে এখন একটি আমদানি গ্রহণযোগ্য পয়েন্ট হিসাবে ম্যাপ করা হয়েছে এবং শিপমেন্টগুলি এখন ICD ডাবগ্রাম, শিলিগুড়ি পর্যন্ত নির্বিঘ্নে বুক করা যেতে পারে।" সংস্থার সিইও অবিরাল জৈন বলেন, " এই আমদানি প্রক্রিয়া বাণিজ্যের সময় এবং খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। ব্যবসায়িক দিক দিয়ে অনেকটাই লাভবান হবে শিলিগুড়ি।"

অনির্বাণ রায়

Published by:Uddalak B
First published:

Tags: Siliguri News