হোম /খবর /শিলিগুড়ি /
বেঙ্গল সাফারি পার্কে নয়া আকর্ষণ! নতুন কী কী দেখবেন পর্যটকরা, জেনে নিন

Siliguri News: বেঙ্গল সাফারি পার্কে নয়া আকর্ষণ! নতুন কী কী দেখবেন পর্যটকরা, জেনে নিন

X
পর্যটকদের [object Object]

পার্ক সূত্রে জানা গিয়েছে, জামশেদপুর টাটা জুওলজিক্যাল পার্ক থেকে সিংহ ও জিরাফের মতো প্রাণীও আনা হবে ৷ তবে তার আগেই ১৩টি কৃষ্ণসার হরিণ ও ৪টি হগ ডিয়ার আনা হয়েছে ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    শিলিগুড়ি: পর্যটকদের উদ্দেশ্যে সাফারি পার্কের এনক্লোজারে প্রকাশ্যে আনা হল কৃষ্ণসার হরিণ ও হগ ডিয়ার। পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হল উত্তরের অন্যতম পর্যটন কেন্দ্র বেঙ্গল সাফারি পার্ক। বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথির আগমন হয়েছে। তাতেই খুশি পার্ক কর্তৃপক্ষ। এক এক করে নতুন অতিথিতে ভরে উঠছে সাফারি পার্ক ।জামশেদপুর টাটা জুওলজিক্যাল পার্ক থেকে ১৩টি কৃষ্ণসার হরিণ ও ৪টি হগ ডিয়ার বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে । পার্ক সূত্রে জানা গিয়েছে, জামশেদপুর টাটা জুওলজিক্যাল পার্ক থেকে সিংহ ও জিরাফের মতো প্রাণীও আনা হবে ৷ তবে তার আগেই ১৩টি কৃষ্ণসার হরিণ ও ৪টি হগ ডিয়ার আনা হয়েছে । ১৩টি কৃষ্ণসার হরিণের মধ্যে ৪টি মহিলা ও ৫টি পুরুষ হরিণ রয়েছে।পাশাপাশি ৪টি হগ ডিয়ারের মধ্যে দুটো স্ত্রী ও দুটো পুরুষ হরিণ রয়েছে । এছাড়াও এদিন সারফরি পার্কে 'জু শপ '-এর সূচনা হয়। যেখানে খাওয়ার সামগ্রী থেকে শুরু করে ঘর সাজানোর সমস্ত জিনিসই পাওয়া যায়। বাংলা ডোকরা শিল্প, পট শিল্পকে তুলে ধরতে তাদের বানানো জিনিসগুলি সেখানে বিক্রির জন্য রাখা হয়েছে।

    আরও পড়ুন- এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা ! অল্পের জন্য রক্ষা পেল শতাধিক ‌যাত্রী

    আরও পড়ুন- রাশিফল ৪ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন

    বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান,পর্যটকদের কাছে আরও আকর্ষিত হতে চলেছে উত্তরবঙ্গের মূল পর্যটনকেন্দ্র বেঙ্গল সাফারি পার্ক। বেঙ্গল সাফারি পার্কে আগমন ঘটতে চলেছে নতুন প্রাণের। তিনি জানান, বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে জেব্রা, জিরাফ, এবং হিপোপটেমাস সহ আরও নতুন প্রাণী। পর্যটকদের আরো আকর্ষিত করতে এমন উদ্যোগ।"

    অনির্বাণ রায়

    First published:

    Tags: Siliguri, Siliguri News