শিলিগুড়ি: বিসিসিআইয়ে সজাগ নজরদারি এবং পুলিশি সক্রিয়তা সত্ত্বেও চলতি আইপিএলকে ঘিরে সক্রিয় রয়েছে বেটিং চক্র। তবে এবার বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে আইপিএলের বেটিং চক্র চালানোর অভিযোগে গ্রেফতার ২ জন। বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আইপিএলের বেটিং চক্র চালানোর অভিযোগে উঠেছে শিলিগুড়ির গুরুং বস্তির দুই বাসিন্দার ওপর।
ওই এলাকাতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের বুধবার পাঠানো হল শিলিগুড়ি আদালতে। ধৃত দু’জনের নাম হল রোহিত সিংহ ও নবাঙ্কুর সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে গুরুংবস্তি এলাকাতে একটি বাড়িতে মোবাইল অ্যাপের মাধ্যমে বেটিং চক্র চলছে।
আরও পড়ুন: নীল ফরাশের উপরে সার সার সাদা তাঁবু, অভিষেকের নবজোয়ার যাত্রায় নজর কাড়ছে এই ছাউনিতলা
আরও পড়ুন: ‘তোমার গলা ভেঙে গেছে, ক’দিন বিশ্রাম নাও’, অভিষেককে স্নেহের বকুনি মমতার
সেই খবর পেয়ে গতকাল নবাঙ্কুর সরকারের বাড়িতে হানা দেয় পুলিশ। ঘটনাস্থল থেকেই ওই দু’জনকে গ্রেফতার করা হয়। তবে ধৃতদের কাছ থেকে কোনও রকমের নগদ অর্থ উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশের অনুমান অনলাইনের মাধ্যমে টাকার লেনদেন হচ্ছিল। ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে পাঠিয়ে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার শহরের হায়দরপাড়া থেকেও এক ব্যক্তিকে আইপিএলে বেটিং চালানোর অভিযোগে গ্রেফতার করে পুলিশ। মুদিখানার দোকানের আড়ালে সে বেটিং চালাতো। তার কাছ থেকে নগদ ৬ হাজার ৯০০ টাকা ও দু’টি মোবাইল ফোন পেয়েছিল পুলিশ। গোটা শহর জুড়েই এভাবে আইপিএল-কে ঘিরে বেটিং চক্র সক্রিয় থাকার খবর পেয়েছে পুলিশ। সব চক্র একই সূত্রে বাঁধা কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।
অনির্বাণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri News