ফাঁসিদেওয়া: যাত্রী নেওয়ার সময় জোরালো শব্দে কেঁপে উঠল বেসরকারি বাস। ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরালিগঞ্জ এলাকায় বেসরকারি যাত্রীবোঝাই বাস ও পিকঅ্যাপ ভ্যানের সংঘর্ষ। ঘটনায় আহত ছ'জন।জানা গিয়েছে, বিহার থেকে শিলিগুড়ির উদ্দ্যেশে যাচ্ছিল বেসরকারি যাত্রী বোঝাই বাসটি। ঠিক সেই সময়ে বালুরঘাটের দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্য়ান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে সজোরে ধাক্কা দেয়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাটির খবর দেওয়া হয় বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশকে। পুলিশ ও স্থানীরা আহতদের উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পাঠায়।
আরও পড়ুন: ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া... ভারী বৃষ্টি, বজ্রঝড়! আবহাওয়ার বড় সতর্কতা ঘোষণা IMD-র
প্রত্যক্ষ দর্শীরা জানান, পিকআপ ভ্যানটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে ধাক্কা দেয়। ঘটনায় পিকআপ ভ্যানে আটকে পড়ে দু'জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যান ও বাসটিকে থানায় নিয়ে আসে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। আহতদের মধ্যে ৪জন বাসের যাত্রী ও পিকআপ ভ্যানের চালক ও সহ-চালক। ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর পুলিশ।
বিশ্বজিৎ মিশ্র
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident