#কলকাতা: মোর্চার বনধে অশান্ত দার্জিলিঙে যেতে পারছেন না পর্যটকেরা ৷ এবার বাংলার পর্যটকদের সিকিমে বেড়াতে আসার উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করল সে দেশের সরকার ৷
গোর্খাল্যান্ড ইস্যুতে পরিস্থিতি আরও জটিল ৷ বৃহস্পতিবার মোর্চার পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে উসকে দেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং। মোর্চার গোর্খাল্যান্ডের দাবি সমর্থন করে কেন্দ্রকে চিঠি দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং। সিকিমের মুখ্যমন্ত্রীর সমালোচনায় রাজ্য। ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য।
মোর্চার পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে উসকে দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং। গোর্খাল্যান্ডের দাবিতে ইন্ধন দিয়ে রাজনাথ সিংকে চিঠি পাঠিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিতে তিনি লিখেছেন-
শ্রদ্ধেয় রাজনাথ সিং,
দার্জিলিঙের মানুষের সাংবিধানিক দাবিপূরণের বিষয়টি ভারতীয় গোর্খা জাতির পরিচয়ের সঙ্গে গভীর ভাবে জড়িয়ে। এই দাবিপূরণ হলে গোর্খাদের দেশপ্রেমের প্রতিও উপযুক্ত বিচার হবে। গোর্খাল্যান্ড তৈরি হলে সিকিম ও আশপাশের অঞ্চলের উন্নতি হবে। স্থায়ী ভাবে শান্তি প্রতিষ্ঠা হবে।
পবন চামলিং
মুখ্যমন্ত্রী, সিকিম
ক্ষুব্ধ পার্থ চট্টোপাধ্যায় রাজ্যগুলির সাংবিধানিক এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘অন্য রাজ্যের দায়িত্বশীল হওয়া উচিত ৷’
এরপরই শুরু হয় বিতর্ক ৷ এদিন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে সিকিমের মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা চিঠি দেয় নবান্ন ৷ রাজ্যের সমালোচনার পরই নির্দেশিকা জারি করে বাংলার পর্যটকদের সিকিমে ঘুরতে আসতে নিষেধ করে সিকিম সরকার ৷