#কলকাতা: পেশাদার কোর্সে কলকাতায় পড়তে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ঘাটশিলার তরুণী সুস্মিতা রায় । উত্তর বন্দর থানা এলাকা থেকে উদ্ধার হয় দেহ ৷ পোশাক, জুতো, হাতের উল্কি দেখে দেহ শনাক্ত করে তরুণীর পরিবার ৷ খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার ৷ সুস্মিতার মৃত্যুর পিছনে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷
বিমান সেবিকার প্রশিক্ষণ নিতে পার্কস্ট্রিটের বেসরকারি সংস্থায় ভর্তি হন সুস্মিতা। মাস খানেক আগে কালীঘাটের এই বাড়িতে পেইংগেস্ট হিসাবে থাকতে শুরু করেন ঘাটশিলার বাসিন্দা ওই তরুণী। ১০ ডিসেম্বর বাড়ি যাওয়ার নাম করে সুস্মিতা রায় বের হন বলে দাবি তাঁর রুমমেটের। পরে রাতে রুমমেটকে জানান, তিনি মিথ্যা বলে বেরিয়েছেন ৷ তার পর থেকেই আর খোঁজ নেই ওই ছাত্রীর।
বিবেক, নবারুন ও গুরমিত বলে কয়েকজন যুবকের নাম উঠে আসছে। জানা গিয়েছে, গুরমিত নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ৷ এরপর বিবেকের সঙ্গে সম্পর্ক হয় সুস্মিতার ৷ তখন গুরমিতের সঙ্গে দূরত্ব বাড়ে ৷ সুস্মিতার এই ব্যবহারে ক্ষুব্ধ ছিলেন গুরমিত ৷ ত্রিকোণ প্রেমের জেরেই কী সুস্মিতার মৃত্যু ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে ১০ ডিসেম্বর ঘাটশিলায় ছিলেন ওই ২ যুবক বলে জানা গিয়েছে ৷