#নয়াদিল্লি: ফের নয়া নিয়ম চালু করতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম জমার ক্ষেত্রে নিয়ম বদলাচ্ছে এসবিআই ৷ কয়েকমাস আগে সেভিংস অ্যাকাউন্টে ৫হাজার, ৩হাজার ও এক হাজার টাকা নূন্যতম ব্যালান্স হিসেবে রাখা বাধ্যতামূলক করেছিল এসবিআই। কিন্তু গ্রাহকদের থেকে ফিডব্যাকের পর এবার সেই নিয়ম পুনর্বিবেচনা করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷
গ্রাহকদের চাপে সেভিংস অ্যাকাউন্টে নিয়ম বদলাতে পারে এসবিআই। অ্যাকাউন্টে ন্যূনতম জমার ক্ষেত্রে নিয়ম বদলের সম্ভাবনা। এমনটাই ইঙ্গিত মিলেছে ব্যাঙ্ক সূত্রে। নিয়মের গেরোয় আটকে জন ধন যোজনা ও পড়ুয়াদের কোটি কোটি অ্যাকাউন্ট। আর তা নিয়েই প্রবল সমালোচনার মুখে দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক।
নোট বাতিলের পর থেকেই কেন্দ্রের নির্দেশ মেনে একের পর এক নতুন নিয়ম জারি করেছিল দেশের বিভিন্ন ব্যাঙ্ক ৷ গ্রাহকদের জন্য বেশ কয়েকটি নতুন নিয়ম জারি করেছে এসবিআই ৷ নতুন নিয়মগুলির মধ্যে একটি হল অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না রাখলে জরিমানা দিতে হবে গ্রাহকদের ৷ পয়লা এপ্রিল থেকে চালু করা হয় সেই নিয়ম ৷
অ্যাকাউন্টে ন্যূনতম জমা রাখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বদল করেছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কিন্তু, তা নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ তীব্র হচ্ছে। নিয়ম অনুযায়ী, মেট্রোপলিটন শহরের ক্ষেত্রে অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০০ টাকা রাখতে হবে ৷ শহর এলাকায় রাখতে হবে কমপক্ষে ৩০০০ টাকা ৷ শহরতলি ও গ্রামীণ এলাকার ক্ষেত্রে তা হবে ২০০০ ও ১০০০ টাকা ৷ এই নিয়ম না মানলে গ্রাহকদের জরিমানা দিতে হবে ব্যাঙ্ককে ৷
ম্যানেজিং ডিরেক্টর রজনীশ কুমার জানিয়েছেন, পাঁচ মাস আগে এই নিয়ম চালু হওয়ার পর থেকে এ বিষয়ে বিভিন্ন সময় গ্রাহকেরা বিভিন্ন মতামত দিয়েছেন ৷ সেই ফিডব্যাকগুলি খতিয়ে দেখেই কোনও সিদ্ধান্ত নেবে ব্যাঙ্ক ৷ নতুন কোনও সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে ৷
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জরিমানা হিসেবে প্রায় ২৩৫.০৬ কোটি টাকা আদায় করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ মিনিমান ব্যালেন্স না রাখার জন্য ৩৮৮.৭৪ লক্ষ অ্যাকাউন্ট থেকে এই জরিমানা কাটা হয়েছে ৷