#নয়াদিল্লি: দেশের ক্রীড়া-পরিকাঠামো নিয়ে রাজ্যসভায় বৃহস্পতিবার বক্তব্য রাখতে চেয়েছিলেন সচিন তেন্ডুলকর ৷ রাজ্যসভায় এটাই ছিল তাঁর প্রথম ভাষণ ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত আর হয়ে ওঠেনি ৷ বিরোধীদের হট্টগোলে মুলতুবি হয়ে যায় রাজ্যসভা ৷ সচিনেরও আর বক্তব্য রাখা হয়ে ওঠেনি ৷
রাজ্যসভায় যে কথা তিনি বলতে পারেননি, তা বলার জন্য এবার বেছে নিলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেই ৷ ফেসবুকে আজ, শুক্রবার দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন মাস্টার ব্লাস্টার ৷ জানালেন খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্যই ৷ ভারতকে একটা ক্রীড়া রাষ্ট্রে পরিণত করার কাজে সবাই মিলে এগিয়ে আসার অনুরোধ জানান সচিন ৷
আজ ফেসবুকে সাংসদ সচিনের বার্তা , ‘‘খেলার বিষয়েও সমান গুরুত্ব দেওয়া উচিৎ ৷ রাজ্যসভায় খেলা নিয়েও সক্রিয় আলোচনা প্রয়োজন ৷ খেলার সঙ্গে ওতপ্রোতভাবে আমি জড়িত ৷ আমাদের খেলার বিষয়েও অগ্রগতি প্রয়োজন ৷ খেলাধূলা চরিত্র গড়তে সাহায্য করে ৷ ’’ তিনি আরও বলেন, ‘‘ আমার একটাই স্বপ্ন ভারতবর্ষকে একটা ক্রীড়াপ্রেমী রাষ্ট্রের পাশাপাশি খেলাধুলার রাষ্ট্র হিসেবে তৈরি করা ৷ আমার অনুরোধ, সকলে আপনারা এই প্রয়াসে অংশগ্রহণ করুন ৷ মনে রাখবেন, স্বপ্ন সত্যি হয়ই ৷ জয় হিন্দ ! ’’
খেলা ছেড়ে দেওয়ার পরে প্রাক্তন খেলোয়াড়দের চোট আঘাতের সম্ভাবনা বেড়ে যায় বলে তাদের কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন সচিন। প্রাক্তন খেলোয়াড়দের নিয়মিত আর্থিক সাহায্য, প্রত্যেক শিশুর জন্য খেলার অধিকারের দাবি এবং খেলাধুলোকে পাঠ্যক্রমে বাধ্যতামূলক করার পক্ষে সওয়াল করেন তিনি। সচিন ফেসবুকে এদিন কী বললেন ? দেখে নিন নীচের ভিডিওতে ৷