#হ্যাল: স্টুটগার্টে হারের পর ছন্দ ফিরে পেলেন রজার। উইম্বলডনের আগে আবার ফর্মে ফেডেরার।
হ্যালের গ্রাসকোর্টে জিতে নিলেন পেশাদারি কেরিয়ারের নবম খেতাব। জেরি ওয়েবার ওপেনের ফাইনালে ফেডেরারের সামনে রবিবার দাঁড়াতেই পারলেন না জার্মানির অ্যালেকজান্ডার জেরেভ।
স্ট্রেট সেটে ৬-১, ৬-৩ স্কোরলাইনে ম্যাচ জিতলেন ফেড এক্স। এবার উইম্বলডনে অষ্টম খেতাবকে পাখির চোখ করছেন ফেডেরার ৷