#ব্রিস্টল: মন্থর ব্যাটিং করেও বুধবার ইংল্যান্ডের মাটিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ ৷ মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন তিনিই ৷ এদিনের অর্ধশতরানের পর ওয়ান ডে-তে ৬০০০ রানের গণ্ডী টপকাতেও সফল মিতালি ৷
সর্বোচ্চ উইকেট শিকারির পর সর্বোচ্চ রানের মালিক। ঝুলন গোস্বামীর পর এবার মিতালি রাজ। মহিলা একদিনের ক্রিকেটে রেকর্ডের শিখরে ভারতীয় মহিলা দলের অধিনায়ক। ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া রেকর্ড। ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসকে পেরিয়ে মিতালিই এখন সর্বোচ্চ রানের মালিক। সেইসঙ্গে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানেরও মালিক এখন তিনিই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন ৬৯ রান করে আউট হন মিতালি ৷
রেকর্ড করলেও আবেগে ভেসে যেতে চান না ভারতের মহিলা দলের অধিনায়ক। দলের প্রয়োজনে এরকমভাবেই খেলে যেতে চান মিতালি। চলতি বিশ্বকাপেও তাঁর ব্যাট থেকে রান এসেছে। গোটা টুর্নামেন্টে সেই ফর্ম ধরে রাখতে চান তিনি।
.@M_Raj03 surpasses Charlotte Edwards (5992 runs) to become the highest run scorer in Women's One Day Internationals pic.twitter.com/o5oUqS2adP
— BCCI Women (@BCCIWomen) July 12, 2017
Here are #MithaliRaj's parents speaking exclusively to CNN-News18's @tweetsakshi on her incredible journey in Cricket. Listen in pic.twitter.com/kpfOFOkHvH
— News18 (@CNNnews18) July 12, 2017