#মাদ্রিদ: লা লিগা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিক বিলবাওকে ২-১ গোলে হারাল জিনেদিন জিদানের দল।
লা লিগা জয়ের রাস্তায় আরও একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিক বিলবাওকে ২-১ গোলে হারালেন রোনাল্ডো-কাসমেইরোরা। অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধে রোনাল্ডোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন করিম বেনজিমা।
দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের গতি বাড়ানোর পাশাপাশি সমতায় ফেরে বিলবাও। রাউল গার্সিয়ার হেডে মাথা ছুঁইয়ে গোল করে যান আদুরিজ।
তবে ঘরের মাঠে সিংহের গর্জন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কর্নার থেকে রোনাল্ডোর ফ্লিক করা বল পেয়ে গোল করেন ক্যাসমিরো।
বিলবাওকে হারাবার পর লিগা টেবলে আপাতত রিয়ালের সংগ্রহ ৬৫ পয়েন্ট। অন্যদিকে মেসি-নেইমারদের বার্সেলোনার সংগ্রহ ৬০ পয়েন্ট।