#জয়পুর: ঋত্বিকের ডাবল আর অভিমন্যুর জোড়া সেঞ্চুরিতে দাপটে রঞ্জি সেমিফাইনালের পথে বাংলা। গুজরাটকে হারিয়ে শেষ চারে ওঠাটা এখন শুধু সময়ের অপেক্ষা।
জয়পুরে রবিবার চতুর্থ দিন বাংলাকে চালকের আসনে বসিয়ে দেয় দ্বিতীয় উইকেটে ১২১ রানের জুটি। ঋত্বিক চট্টোপাধ্যায় দিনের শেষে ২১৩ নট আউট। আর বাংলা ৪ উইকেটে ৪৮৩। জয়পুরে দু’ইনিংসেই সেঞ্চুরি করলেন ঈশ্বরণ। এদিন থামলেন ১১৪ রানে।
অধিনায়ক মনোজ ৫৯ এবং শ্রীবৎস ৩২ রানে আউট হন। দিনের শেষে ক্রিজে ঋত্বিকের সঙ্গী অভিজ্ঞ অনুষ্টুপ। ৬১৩ রানে এগিয়ে থাকা বাংলার হাতে এখনও ৬ উইকেট। ফলে শেষদিন ম্যাচ শুধুই নিয়মরক্ষার।