#মুম্বই: ছোট্ট আদিরার মা ৷ সঙ্গে নিয়মিত অভিনয় থেকে বিরতি নিয়ে যশরাজ ব্যানারের দেখাশোনা৷ স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে চিত্রনাট্যের আলোচনা ৷ চোপড়া পরিবারের রানি অর্থাৎ রানি মুখোপাধ্যায় কামব্যাক করার প্ল্যান নিয়েও বার বার নানা দায়িত্বে জড়িয়ে পড়ছিলেন ৷ আর তাই হয়তো মর্দানি ছবিতে জবরদস্ত কামব্যাক নিয়েও ফের ব্যাকফুটে চলে যান রানি !
তবে এবার ফের এন্ট্রি ৷ তাও একেবারে অন্যরূপে ৷ সঙ্গে ‘হিচকি’ সিনড্রোম ! আর ছবি নামও তাই ‘হিচকি’ ! ছবির পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা ৷ সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার ৷ আর ট্রেলারেই আলাদা নজর কেড়ে নিলেন রানি মুখোপাধ্যায় ৷ ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ৷