#আমেদাবাদ: রবিবারই জনসভায় দেশের অর্থনৈতিক সংস্কার নিয়ে নতুন নতুন পরিকল্পনার আভাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুজরাটে রবিবারই জনসভায় নোট বাতিল ও জিএসটি-র সিদ্ধান্তকে দেশের অগ্রগতির পক্ষে অন্যতম পদক্ষেপ বলে বর্ণনা করেছিলেন মোদি ৷ আর সোমবারই মোদির গুজরাটে গিয়েই মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস সহব সভাপতি রাহুল গান্ধি৷ এদিন মোদির জিএসটি সিদ্ধান্তকে ‘গব্বর সিং ট্যাক্স’ নামে অভিহিত করলেন রাহুল গান্ধি!
গান্ধিনগরে সোমবার কংগ্রেসের সুবিশাল সমাবেশে ভাষণ দিয়েছেন দলের কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধি । জনসভার মঞ্চ থেকে মোদীকে খোঁচা দিয়ে তিনি বলেছেন, ‘ন্যানোর জন্য ৩০-৩৫ হাজার কোটি টাকা একটা কোম্পানিকে দেওয়া হল, ওই টাকায় গুজরাতের কৃষকদের ঋণ মকুব হয়ে যেত। কিন্তু কৃষকদের আর্তি আপনি শুনতে পাননি মোদি।’ মোদির দিকে অভিযোগের আঙুল তুলে রাহুল জানান, ‘কৃষকের কাছ থেকে জমি কেড়ে নিয়ে গুজরাত সরকার তা শিল্পপতিদের হাতে তুলে দিয়েছে। রাহুলের প্রশ্ন, শিল্পপতিদের এত সুবিধা দিয়ে কী লাভ হয়েছে? কত জনের কর্মসংস্থান হয়েছে?’
গুজরাট নির্বাচনের কথা মাথায় রেখে জনসভার মঞ্চ থেকে রাহুল গান্ধি জানান, ‘গুজরাটে কংগ্রেস সরকার গড়তে পারলে, তা হবে কৃষকের সরকার, যুব সম্প্রদায়ের সরকার। বিজেপি সরকার যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান করতে পারেনি, শিক্ষা ক্ষেত্রেও অনেক পিছিয়ে পড়েছে গুজরাট।’ সঙ্গে জিএসটির সমালোচনা করে রাহুল জানান, ‘গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নয়, ‘গব্বর সিং ট্যাক্স’ চালু হয়েছে দেশে৷’