#নয়াদিল্লি: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হামেশাই রাহুল গান্ধিকে ট্রোল, মস্করা লেগেই আছে ৷ রাহুল গান্ধি কোনও কিছু নিয়ে ট্যুইট করলেই বিরোধী নেতা থেকে শুরু করে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন রাহুলের সমালোচনায় ৷ এমনকী, অনেকে বলে থাকেন রাহুল নাকি নিজের ট্যুইট নিজে করেন না !
বিরোধীদের এই এই সমালোচনার জবাব এক অভিনব উপায়ে দিলেন রাহুল ৷ সম্প্রতি নিজের পোষ্যের একটি ভিডিও ট্যুইট করে নিন্দুকদের একহাত নিলেন কংগ্রেস সহ-সভাপতি ৷
ট্যুইটে ভিডিও শেয়ার করে লিখলেন, ‘সবাই জিজ্ঞেস করে আমার ট্যুইটগুলো কে করে? উত্তর হল আমি ৷ আমিই আমার ট্যুইটগুলো করে থাকি !’
Ppl been asking who tweets for this guy..I'm coming clean..it's me..Pidi..I'm way than him. Look what I can do with a tweet..oops..treat! pic.twitter.com/fkQwye94a5
— Office of RG (@OfficeOfRG) October 29, 2017