পুরুলিয়া: দুর্দান্ত ফল করে তাক লাগিয়ে দিল পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জেলা পুরুলিয়ার দুই পড়ুয়া , অজয় মাহাত ও সোমনাথ মাহাত। আইআইটির প্রবেশিকার সর্বভারতীয় পরীক্ষায় তারা দুর্দান্ত রেজাল্ট করে জেলার নাম উজ্জ্বল করেছে। দুজনেই পুরুলিয়ার জে . কে কলেজের ছাত্র। সর্বভারতীয় স্তরে ১২৮ তম স্থান পেয়েছেন সোমনাথ মাহাত ও ১৯৬ তম স্থান পেয়েছেন অজয় মাহাত। মঙ্গলবার আইআইটির জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স - এর ফলাফল ঘোষণা হয়। তাদের এই দুর্দান্ত রেজাল্টের খবর প্রকাশের আসে। এই দুর্দান্ত রেজাল্ট করার জন্য খুশি পড়ুয়াদের পরিবারের লোকজন সহ তাদের শিক্ষক - শিক্ষিকারাও ।
সূত্র মারফত জানা গিয়েছে , পুরুলিয়ার আড়শা থানা এলাকার যুবক পাথরাবেড়া গ্রামের যুবক সোমনাথ মাহাত ও চিতিডি গ্রামের বাসিন্দা অজয় মাহাত। পুরুলিয়ার জে কে কলেজে রসায়ন বিভাগের ছাত্র সোমনাথ মাহাত । তার বাবা পেশায় কৃষক । ও তার মা অঙ্গনওয়াড়ি কর্মী । ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে সে । অপরদিকে পদার্থবিদ্যা নিয়ে পড়ছে অজয় মাহাত । আগামী দিনে গবেষণা করার ইচ্ছা রয়েছে তার।
আরও পড়ুন: মাঝ আকাশে উড়তে উড়তে হঠাৎই বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান! ধানবাদে ভয়ঙ্কর ঘটনা
আরও পড়ুন: দিল্লির পরে কেঁপে উঠল মধ্যপ্রদেশ! রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia news