হোম /খবর /পুরুলিয়া /
পুরুলিয়ার নাম উজ্জ্বল করল দুই পড়ুয়া, চমকে দেওয়ার মতো ফলাফল

Purulia News : আইআইটির সর্বভারতীয় স্তরে পুরুলিয়ার নাম উজ্জ্বল করল দুই পড়ুয়া, চমকে দেওয়ার মতো ফলাফল

আইআইটিতে দুর্দান্ত রেজাল্ট করল পুরুলিয়ার দুই ভূমিপুত্র

আইআইটিতে দুর্দান্ত রেজাল্ট করল পুরুলিয়ার দুই ভূমিপুত্র

দুই পড়ুয়ার এহেন সাফল্যে ফলে গর্বিত জেলার মানুষ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পুরুলিয়া: দুর্দান্ত ফল করে তাক লাগিয়ে দিল পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জেলা পুরুলিয়ার দুই পড়ুয়া , অজয় মাহাত ও সোমনাথ মাহাত। আইআইটির প্রবেশিকার সর্বভারতীয় পরীক্ষায় তারা দুর্দান্ত রেজাল্ট করে জেলার নাম উজ্জ্বল করেছে। দুজনেই পুরুলিয়ার জে . কে কলেজের ছাত্র। সর্বভারতীয় স্তরে ১২৮ তম স্থান পেয়েছেন সোমনাথ মাহাত ও ১৯৬ তম স্থান পেয়েছেন অজয় মাহাত। মঙ্গলবার আইআইটির জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স - এর ফলাফল ঘোষণা হয়। তাদের এই দুর্দান্ত রেজাল্টের খবর প্রকাশের আসে। এই দুর্দান্ত রেজাল্ট করার জন্য খুশি পড়ুয়াদের পরিবারের লোকজন সহ তাদের শিক্ষক - শিক্ষিকারাও ।

সূত্র মারফত জানা গিয়েছে , পুরুলিয়ার আড়শা থানা এলাকার যুবক পাথরাবেড়া গ্রামের যুবক সোমনাথ মাহাত ও চিতিডি গ্রামের বাসিন্দা অজয় মাহাত। পুরুলিয়ার জে কে কলেজে রসায়ন বিভাগের ছাত্র সোমনাথ মাহাত । তার বাবা পেশায় কৃষক । ও তার মা অঙ্গনওয়াড়ি কর্মী । ‌ ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে সে । অপরদিকে পদার্থবিদ্যা নিয়ে পড়ছে অজয় মাহাত ।‌ আগামী দিনে গবেষণা করার ইচ্ছা রয়েছে তার। ‌

আরও পড়ুন: মাঝ আকাশে উড়তে উড়তে হঠাৎই বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান! ধানবাদে ভয়ঙ্কর ঘটনা

আরও পড়ুন: দিল্লির পরে কেঁপে উঠল মধ্যপ্রদেশ! রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪

 পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে নাম উঠে আসে পুরুলিয়ার। শিল্প সংস্কৃতির আঙিনা যেমন পুরুলিয়ার মাটিকে বিকশিত করে চলেছে প্রতিনিয়ত। তেমনি ধীরে , ধীরে শিক্ষা ক্ষেত্রেও অনেকখানি নাম উজ্জ্বল হয়ে উঠছে জেলা পুরুলিয়ার। নিম্ন মধ্যবিত্ত পরিবারের দুই যুবক। পারিবারিকভাবে তাদের পড়াশোনার জন্য যথাযথ সহযোগিতা করা হয়। দুই পড়ুয়ার এহেন সাফল্যে ফলে গর্বিত জেলার মানুষ। আগামী দিনে তারা পুরুলিয়ার নাম অনেক উজ্জ্বল করবে এমনটাই মনে করছেন জেলাবাসীরা ।

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

Published by:Rachana Majumder
First published:

Tags: Purulia news