পুরুলিয়া: সমাজের অগ্রগতির জন্য প্রয়োজন সঠিক শিক্ষার। শিক্ষাক্ষেত্রে শিক্ষক -শিক্ষিকাদের অবদান অপরিসীম। ভবিষ্যতের ভিত মজবুত হয় শিক্ষক-শিক্ষিকাদের দেখানো সঠিক পথ অবলম্বন করে। শিক্ষার মানোন্নয়নের জন্য সর্বদাই সচেষ্ট রাজ্য সরকার। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে সরকার নানান দিক থেকে সহায়তা করা সত্ত্বেও শিক্ষাক্ষেত্রের বহু কাজ বাকি পড়ে থাকছে। এই সমস্ত বিষয় নিয়েই বৃহস্পতিবার ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি।
আরও পড়ুন: প্রতিশ্রুতির সেতু তৈরি হয়নি, ভোট প্রচারে এলে নেতাদের গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত!
এক শ্রেণির শিক্ষক ও অশিক্ষক কর্মীর মধ্যে নিয়ম মেনে কাজ করায় অনীহা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে আখেরে সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলে দাবি শাসকদল নিয়ন্ত্রিত এই শিক্ষক সংগঠনটির। এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এই কর্মসূচি প্রসঙ্গে শাসকদলের শিক্ষক সংগঠনটির পুরুলিয়া জেলা সভাপতি সত্যেন্দর মাহাত বলেন, বেশ কিছু দাবিকে সামনে রেখে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। কোনও টেবিলে ফাইল তিন দিনের বেশি আটকে রাখা যাবে না, পিএফ লোন সাত দিনের মধ্যে মঞ্জুর করতে হবে, যেকোনও চেক দেওয়ার ক্ষেত্রে গড়মশি করা চলবে না, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ফাইল আটকে রাখা যাবে না এই সমস্ত দাবিদাওয়া ওই স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia news