পুরুলিয়া : আপনাকে কি প্রতিদিন রোদে গরমে বাইরে বেরোতে হয় ? ত্বকে পড়েছে অত্যাধিক মাত্রায় ট্যান ? তাহলে মাত্র ১০ মিনিটেই সম্পূর্ণ ফ্রি উজ্জ্বল ত্বক পেতে পারেন আপনি। তার জন্য লাগবে মাত্র দুটি উপকরণ। টক দই ও হলুদ। স্বল্প খরচে মাত্র এই দুটো উপকরণে আপনি পেতে পারেন ট্যান ফ্রি উজ্জ্বল ত্বক।
জেনে নিন কিভাবে এই উপকরণ তৈরি করতে হবে ও এই উপকরণের ব্যবহার করতে হবে জানুন:-
আরও পড়ুন: ৬৪ বছর বয়সেও ট্রাফিক সামলান তিনি! অবসরের পরেও ছাড়তে পারেননি রাস্তাকে! জানুন
রূপ সংক্রান্ত বিষয় সবসময়ই সতর্ক থাকেন নারীরা। শুধুমাত্র মানানসই পোশাকেই নিজেদের পরিপাটি করে সাজিয়ে তোলেন তা নয় একইভাবে ত্বকের বিষয়ক যথেষ্ট সচেতন থাকেন তারা। তাই ত্বকের যত্ন নিতে নানান উপায় খুঁজে নেন তারা। অনেকেই কেমিক্যাল উপায়ে নিজেদের ত্বকের যত্ন না নিয়ে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নিতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন।
আরও পড়ুন: ATM-এ কার্ড ঢোকাতেই ঘটে গেল সর্বনাশ! মাত্র ১৫ মিনিটে গায়েব লক্ষ লক্ষ টাকা! সাবধান
গ্রাম বাংলার প্রতিটি ঘরের মেয়ে বউদের আগে দেখা যেত ত্বকের উজ্জ্বলতা ফেরাতে প্রায় প্রত্যেকদিনই কাঁচা হলুদ বাটা মাখতে। পুরনো প্রাকৃতিক বহু গুণাগুণ সম্পন্ন হলুদের সঙ্গে টক দই মিশিয়ে রূপচর্চা করতে দেখা যায় অনেককেই। বাজারে বহুজাতিক সংস্থারা বিভিন্ন ট্যান ভোজপুরি মুভি ক্রিম বের করলেও হলুদ ও টক দই এর গুনাগুন সম্পন্ন প্রাকৃতিক উপায়ে রোদে পোড়া কালো দাগ দূরীকরণের এই উপায়ের জুড়ি মেলা ভার। প্রাকৃতিকভাবে এই উপায় করার কারণে কোন সাইড এফেক্ট হয় না ত্বকও ভাল থাকে বলে জানাচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।