হোম /খবর /পুরুলিয়া /
স্বীকৃতি পাওয়ার পথে 'হাতুড়ে' ডাক্তাররা, প্রশিক্ষণ দেবে রাজ্য

Purulia News: প্রশিক্ষণ দিয়ে সরকারি স্বীকৃতি দেওয়া হবে গ্রামীণ চিকিৎসকদের

X
title=

গ্রামীণ চিকিৎসকরা প্রতিনিয়ত রোগী পরিষেবা দিয়ে চলেছেন। খুব শীঘ্রই তাঁদের পরিচয় পত্র দেওয়া হবে। পাশাপাশি সরকারিভাবে তাঁদের ট্রেনিং দেওয়াও হবে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পুরুলিয়া: প্রত্যন্ত গ্রাম্যে আজ‌ও আপদে-বিপদে ভরসার হাত বাড়িয়ে দেন গ্রামীণ চিকিৎসকরা। যাদের অনেকে হাতুড়ে ডাক্তার বলে জানে। বলতে গেলে আজও বহু গ্রামে অসুখ করলে জরুরি ভিত্তিতে এই গ্রামীণ চিকিৎসকরাই প্রাণ রক্ষা করেন। কিন্তু প্রথাগত ডাক্তারি ডিগ্রি না থাকায় মুশকিল আসান গ্রামীণ চিকিৎসকদের বহু সমস্যায় পড়তে হয়। তাঁদের পরিচয়পত্র নিয়ে নানান প্রশ্ন ওঠে। তবে এই সমস্যা এবার মিটতে চলেছে। ইতিমধ্যেই সরকারি উদ্যোগে গ্রামীণ চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এই সভায় গ্রামীণ চিকিৎসকদের নানান সমস্যার কথা তুলে ধরা হয়। তাঁদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয়। গ্রামীণ চিকিৎসকদের এই সংগঠনকে মজবুত করতে গঠন করা হয় পূর্ণাঙ্গ কমিটি। এই বিষয়ে পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, গ্রামীণ চিকিৎসকরা প্রতিনিয়ত রোগী পরিষেবা দিয়ে চলেছেন। খুব শীঘ্রই তাঁদের পরিচয় পত্র দেওয়া হবে। পাশাপাশি সরকারিভাবে তাঁদের ট্রেনিং দেওয়াও হবে। গ্রামীণ চিকিৎসকদের পাশে রাজ্য সরকার সব সময় থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন: জেলায় তৈরি হচ্ছে দ্বিতীয় সুইমিং পুল, খুশি কোচবিহারের মানুষ, জানুন বিস্তারিত...

গ্রামীণ চিকিৎসকদের এই সংগঠনটির সাধারণ সম্পাদক বিশ্বদেব কুমার বলেন, সরকারি উদ্যোগে ইতিমধ্যেই গ্রামীণ চিকিৎসকদের ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে। আগামী দিনে আরও অনেক জায়গায় এই ট্রেনিং দেওয়া হবে। খুব শীঘ্রই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে গ্রামীণ চিকিৎসকদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে‌। এটা গ্রামীণ চিকিৎসকদের যাবতীয় সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Purulia news