পুরুলিয়া: শীতের শেষ ইনিংস জমিয়ে খেলছে আবহাওয়া। গত দু-তিনদিন ধরেই রাজ্য জুড়ে রয়েছে শীতের আমেজ। পাশাপাশি বইছে শীতল হাওয়া। কনকনে ঠান্ডার প্রকোপ না থাকলেও শীতের আমেজ যথেষ্টই উপভোগ করা যাচ্ছে।
সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাচ্ছে , বেলা বাড়ার সঙ্গে , সঙ্গে আকাশ পরিষ্কার হচ্ছে। বেশ কিছু সময় সূর্যের তাপমাত্রার প্রকোপ বেশি থাকছে। আবহাওয়া দফতর সূত্রে ইতিপূর্বেই পূর্বাভাস মিলেছে আগামী ৪৮ ঘণ্টা তাপমাত্রার পারদ অনেকটাই কম থাকবে। সপ্তাহ শেষে কিছুটা হলেও তাপমাত্রার পারদ বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান দিয়েছে হাওয়া অফিস।
রাজ্যের অন্যান্য জেলার তুলনায় পুরুলিয়ায় বরাবরই তাপমাত্রার পারদ অনেকটা বেশি থাকে। এ বছরও তার কিছু ব্যতিক্রম হয়নি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিয়ত তাপমাত্রার পারদ ওঠা-নামা করার জন্য নানান শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষদের। জ্বর, সর্দি, কাশি, পেটের সমস্যা প্রায় লেগেই থাকছে বলে জানিয়েছে শহরবাসী। তবে যাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে তীব্র ঠান্ডা না থাকার কারণে।
মাঝে বেশ কিছুদিন শীত প্রায় বিদায় নিয়ে নিয়েছিল। তাপমাত্রার পারদ বেশ অনেকটাই বেড়েছিল। কিন্তু হঠাৎই আবহাওয়ার রূপ পরিবর্তনের ফলে কমে গেল তাপমাত্রার পরদ। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে শীত বিদায় নিতে পারে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia, Weather Forecast