হোম /খবর /পুরুলিয়া /
এই স্কুলে পড়ুয়ারা পড়াশোনা না করে খেলে বেড়ায়, কারণ জানলে চমকে উঠবেন

Purulia News: এই স্কুলে পড়ুয়ারা পড়াশোনা না করে খেলে বেড়ায়, কারণ জানলে চমকে উঠবেন

X
শিক্ষকের [object Object]

বিদ্যালয়ে রয়েছে যথাযথ পরিকাঠামো। পড়ুয়ার সংখ্যাও কম নয়। তবুও হচ্ছে না পড়াশোনা! কারণ শুনলে চোখ কপালে উঠবে

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পুরুলিয়া: বিদ্যালয়ে রয়েছে যথাযথ পরিকাঠামো। পড়ুয়ার সংখ্যাও কম নয়। তা সত্ত্বেও দীর্ঘদিন বন্ধ রয়েছে পুরুলিয়া ১ নম্বর ব্লকের তেলেডি জুনিয়র হাই স্কুল। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের গেটে ঝুলছে তালা।  কিন্তু কেন? কারণ শুনলে চোখ কপালে উঠবে!

তেলেডি জুনিয়র হাই স্কুল-এ পড়ুয়া থাকলেও নেই শিক্ষক! কাজেই বন্ধ পড়াশোনা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক চন্দন দাস দীর্ঘদিন বিদ্যালয়ে আসেননি। বিদ্যালয়ে না আসার যথাযথ কোনও কারণও জানে না প্রশাসনিক আধিকারিকেরা। বিদ্যালয়ে প্রায় ৯০ জন পড়ুয়া রয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন অভিভাবকরা। এক পুড়ুয়া জানায় , শিক্ষক না আসার কারণে প্রায় ছয় মাস ধরে স্কুল বন্ধ হয়ে পড়ে রয়েছে।

পুরুলিয়া জেলার বিদ্যালয় পরিদর্শক গৌতম চন্দ্র মাল বলেন, বিষয়টি জানার পর ওই শিক্ষককে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আসেননি। তারপর তাঁকে শোকজ করা হয়, কিন্তু তার পরও তার দিক থেকে কোনও সদুত্তর মেলেনি। এ'বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে এবং অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরুলিয়া জেলার তেলেডি জুনিয়র হাইস্কুল একসময়ে ছাত্র-ছাত্রীদের কলরবে মেতে থাকত। বর্তমানে পড়ুয়া থাকলেও শিক্ষকের অভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ এই স্কুলটি। ফের কবে স্কুল পুরনো চেনা ছন্দে ফিরবে, সেই অপেক্ষায় পড়ুয়ারা।

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Purulia