হোম /খবর /পুরুলিয়া /
কিছুই বাদ নেই! এই জিনিসও চুরি হয়! পুরুলিয়ায় যা ঘটছে জানলে চমকাবেন!

Purulia News: কিছুই বাদ নেই! এই জিনিসও চুরি হয়! পুরুলিয়ায় যা ঘটছে জানলে চমকাবেন!

X
জল [object Object]

Purulia News | Water Crisis: পুরুলিয়ায় যা হচ্ছে জানলে অবাক হবেন! এমন চুরির কথা আগে শুনেছেন? পরিস্থিতি ভয়াবহ

  • Share this:

পুরুলিয়া :  জল সংকট পুরুলিয়া শহরের নিত্য দিনের সমস্যা। প্রায়সই জল সংকটে ভুগতে হয় শহরবাসীদের। বিশেষত গ্রীষ্মের দিনে জলের সমস্যা আরও অনেক বেশি দেখা যায়। ‌এই জল সংকটের মধ্যেই শহরের একাংশ মানুষেরা জল কারচুপি করছে এমনই অভিযোগ আসে পৌরসভার কাছে। এই অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তে নামেন পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মহালি।

বৃহস্পতিবার তিনি পুরুলিয়া পৌরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ড এলাকার সরবাগান , মাস্টার কলোনি , ধবাডি , কাটিং‌ সহ আরও কয়েকটি জায়গা সরজমিনে খতিয়ে দেখেন। এলাকা গুলি পরিদর্শনের পর তিনি দেখতে পান এলাকার একাংশ মানুষ জল কারচুপি করছে। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মহালি বলেন , বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল ওই এলাকার কিছু মানুষ রাস্তার পাশে থাকা পানীয় জলের কল থেকে লাইন ট্র্যাপ করে নিজেদের বাড়িতে ব্যবহার করছে। ‌যার ফলে এলাকার বহু মানুষ ঠিকমত পানীয় জল পাচ্ছে না। তাই এলাকা গুলি সরজমিনে খতিয়ে দেখা হল।

আরও পড়ুন: গল্প হলেও সত্যি! ভূতের রাজার বর পেল দুর্গাপুর! জানলে জিভে জল আসবে!

আরও পড়ুন:

এবং অনেক জায়গাতেই দেখা গিয়েছে স্ট্রিট ট্যাপ কলের মধ্যে পাইপ লাগানো রয়েছে। অনেক পাইপ সিজ করা হয়েছে এবং এলাকার মানুষদের সতর্ক করা হয়েছে। এটা সম্পূর্ণ আইনত অপরাধ ,আগামী দিনে বিষয়টির উপর নজর রাখা হবে। জলের সমস্যার সমাধান করতে তৎপর পুরুলিয়া পৌরসভা। তাই জল কারচুপি রুখতে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। পৌরসভার নজরদারি যদি চলে তবে আগামী দিনে জল কারচুপি বন্ধ হতে পারে এমনটাই আশা করছে শহরবাসী।

পুরুলিয়া খবর | Latest Purulia News

শর্মিষ্ঠা ব্যানার্জি

Published by:Piya Banerjee
First published:

Tags: Purulia, Purulia news, Water Crisis