পুরুলিয়া: আবাস যোজনার পঞ্চম স্তরের কাজ শুরু হয়েছে। তপশিলি বাউরি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়েছিল আবাস যোজনার ঘরের জন্য। বাউরি সমাজের সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪৬০টি ঘরের অনুমোদন দেন।
এবার সেই ঘরের তালিকাকে ঘিরে বিক্ষোভ দেখালেন তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতির সদস্যরা। বৃহস্পতিবার পুরুলিয়া পুরসভা এলাকায় ঘেরাও কর্মসূচি পালন করেন তাঁরা। এ বিষয়ে তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতির ডিসটিক সেক্রেটারি দয়াময় বাউরি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আবেদন রেখে ঘরের ব্যবস্থা করছেন। কিন্তু নিয়মের বেড়াজালে পুরুলিয়া পৌরসভা সেই ঘরগুলি রেখেছে।
তাঁদের অভিযোগ, যেখানে গরীব মানুষের ত্রিপল কেনার টাকা নেই, সেখানে তাঁরা কীভাবে মিউটেশন ও কর দিতে পারবেন। তাঁদের অনুরোধ, গরিব অসহায় মানুষদের নিয়মের বেড়াজালে বেঁধে ঘর থেকে বঞ্চিত করা না হোক। চেয়ারম্যান এর কাছে অনুরোধ করা হয়েছে যাতে বাউরি সমাজের প্রত্যেকটি মানুষকে জন্যই ঘরের ব্যবস্থা করা হয়। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাটার হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, পুরুলিয়া পৌরসভার এলাকাধীন বিভিন্ন ওয়ার্ডে বাউরি সমাজের জন্য অনুমোদিত ঘরগুলি বরাদ্দ হয়েছে। তার মধ্যে থেকে বারটি ঘরে বেশ কিছু সমস্যা রয়েছে কাগজ পত্রের। ৪৪৮টি বাড়ি তৈরি করা হচ্ছে বাউরি সমাজের আবেদনের ভিত্তিতে। সে ক্ষেত্রে বেশ কিছু সমস্যা নিয়ে বাউরি সমাজের সদস্যরা ডেপুটেশন কর্মসূচি পালন করেছে।
আরও পড়ুন, রাজ্য বাজেটের দিনই ফের মেদিনীপুর ও পুরুলিয়া সফরে মুখ্যমন্ত্রী
আরও পড়ুন, ফোনালাপে বন্ধুত্ব, তারপরেই অশ্লীল ছবি চাওয়া, কী পরিণতি হল যুবকের!
তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে তাদেরকে সমস্ত দিক থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত কবে বাউরি জনজাতির লোকেরা ঘর পাবে তারই অপেক্ষায় প্রহর গুনছেন তাঁরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।