পুরুলিয়া: পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীরা, দীর্ঘ আট দিন ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। এই কর্মবিরতির জেরে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে শহরবাসীদের। শহরের যত্রতত্র আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। দুর্গন্ধ ছড়াচ্ছে সর্বত্র। ইতিমধ্যেই দেখা গিয়েছে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মালীকে ঝাঁটা হাতে পৌরসভা চত্বর পরিষ্কার করতে। তবুও এই পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি।
এই সমস্যা সমাধানের জন্য একাধিকবার আলোচনায় বসা হয়েছে। ইতিমধ্যেই পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি স্পষ্ট জানিয়ে দিয়েছেন , পৌরসভার ফান্ডে রয়েছে যথেষ্ট ঘাটতি। ফলত কর্মীদের বকেয়া বেতন মিটানো সম্ভব নয়। কর্মীরা এইভাবে আন্দোলন চালিয়ে গেলে পৌরসভা কাছে একটাই রাস্তা খোলা থাকছে , তা হল কর্মী সংকোচন করা।
আরও পড়ুন- ৬ মাস ধরে অচল হয়ে পড়ে জলের পাম্প, গরম পড়তেই নাভিশ্বাস উঠেছে পুরুলিয়ার গ্রামে
কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এখন অনলাইনে সমস্ত কাজ করা সম্ভব হচ্ছে তাই কর্মী সংকোচন করা ছাড়া আর কোন পথ দেখতে পাচ্ছে না পৌরসভা। পৌরসভার এহেন অবস্থা দেখে আসর সাজাতে মাঠে নেমেছে বিজেপি। বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙ্গা জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে ডেপুটেশন কর্মসূচি পালন করে।
এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙ্গা বলেন , "শহর জুড়ে যত্রযত্র আবর্জনা স্তূপ হয়ে থাকলে রোগ সংক্রমণের সংখ্যা বাড়বে। আবারও মহামারীর পরিস্থিতি তৈরি হতে পারে। আমরাও চাই পরিস্থিতি যত শীঘ্রহ স্বাভাবিক হোক।"
পুরুলিয়া পৌরসভার উপর অনেকখানি নির্ভরশীল শহরবাসি। পৌরসভার অস্থায়ী কর্মীদের এই বিক্ষোভের ফলে ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা। শহরের মানুষদের পরতে হচ্ছে দুর্ভোগে। কবে এই সমস্যার সমাধান হয়ে আবারও পুনরায় সুষ্ঠুভাবে নাগরিক পরিষেবা পাবে শহরবাসী সেই দিকেই তাকিয়ে রয়েছেন শহরের মানুষেরা।শর্মিষ্ঠা ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia, Purulia news