হোম /খবর /পুরুলিয়া /
অরণ্যষষ্ঠী পালিত হচ্ছে পুরুলিয়ায়,এই পুজোর মাহাত্য জানুন!

Purulia News: অরণ্যষষ্ঠী পালিত হচ্ছে পুরুলিয়ায়, এই পুজোর মাহাত্য জানুন!

X
Purulia [object Object]

বছরে একটি দিন পুরুলিয়ায় ঈশ্বর রূপে পুজো করা হয় অরণ্য! জানেন‌ কোথায় !

  • Share this:

পুরুলিয়া: অরণ্যষষ্ঠীতে মাতল ঝালদাবাসি। ঝালদার হাটতলা বটগাছ তলায় মহিলারা মেতে ওঠেন অরণ্য ষষ্ঠীর উৎসবে। জঙ্গলমহল পুরুলিয়া নানান গাছ গাছালীতে মোড়া। আজও জঙ্গলমহলের বহু মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে প্রকৃতির উপর ভরসা করে। তাই অরণ্যকে ঈশ্বর রূপে পূজো করে থাকে পুরুলিয়ার মানুষেরা। তাই পুরুলিয়া জেলায় জামাইষষ্ঠীর দিন পালিত হয় অরণ্যষষ্ঠী। এই দিন সরা জেলা জুড়ে অরণ্যের পূজার্চনা করে থাকে জেলাবাস। সুন্দর ও সুস্থ জীবন যাপন কামনা করে প্রকৃতির পূজা করে থাকে এই দিন।

এইদিন তারা পরিবেশকে রক্ষা করার ব্রত নেন। পাশাপাশি বৃক্ষ রোপনের সূচনা করেন তারা। ব্রতীরা এই দিন তাদের ডালায় অঙ্কুরিত ছোলা , ফল , ফুল , মিষ্টি নানান সামগ্রী নিয়ে বট ও অসত্য গাছের তলায় বসে পুজো করেন। গাছের সুতো পরিয়ে তারা বৃক্ষের আরাধনা করেন। এ বিষয়ে ব্রতি জানান , গাছের উপর নির্ভর করেই আমরা বেঁচে রয়েছি। তাই গাছ কি ঈশ্বর রূপে পুজো করে আমরা অরণ্য ষষ্ঠী পালন করছি।

এ বিষয়ে পূজারী জানান , প্রতিবছর জামাইষষ্ঠীর দিন বাড়ির এও স্ত্রীরা গাছের তলায় জল ও দুধ দিয়ে পুজো করে গাছকে রক্ষা করার ব্রত গ্রহণ করেন। সংসারের মঙ্গল কামনায় ও সন্তানদের দীর্ঘায়ু কামনায় তারা এই ব্রত করে থাকেন।

আরও পড়ুন: West Bengal Rain Update: রাত ১০টা বাজতেই আকাশে রণডঙ্কা! ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় কালবৈশাখীর হানা কিছুক্ষণের মধ্যে

আরও পড়ুন: HS Success Story: বাবা ভাঙারির দোকানের কর্মী! উচ্চ মাধ্যমিকে মেয়ের নজরকাড়া সাফল্যেও মায়ের চোখে জল

জীবনের প্রতি পদে অরণ্যের ভূমিকা অপরিসীম। অত্যাধুনিক জীবন যাপনের তাগিদে ধ্বংস হয়ে চলেছে অরণ্য। প্রতিনিয়তই গাছ বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে। অরণ্য ষষ্ঠীর মাধ্যমে গাছ বাঁচানোর বার্তা দিচ্ছে ঝালদার বাসিন্দারা।

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

Published by:Arjun Neogi
First published:

Tags: Purulia news