হোম /খবর /পুরুলিয়া /
'একবার একটু দেখা করতে চাই!' বিচারপতি গঙ্গোপাধ্যায়কে দেখতে ভিড় পুরুলিয়া আদালতে

Purulia News: 'একবার একটু দেখা করতে চাই!' বিচারপতি গঙ্গোপাধ্যায়কে দেখতে ভিড় পুরুলিয়া আদালতে

X
আদালত [object Object]

Purulia News: আদালতের পরিকাঠামো ঘুরে দেখার পরেই আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

  • Share this:

    পুরুলিয়া: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শনিবার পুরুলিয়ায় আসেন। পুরুলিয়া এসেই তিনি পরিদর্শন করেন পুরুলিয়া জেলা আদালত। আদালতের পরিকাঠামো ঘুরে দেখার পরেই আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

    এই দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে বহু উৎসাহী মানুষের ঢল নামে পুরুলিয়া জেলা আদালত চত্বরে। ‌একইভাবে বহু টেট চাকুরিপ্রার্থীরা ছুটে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে। ‌তাঁদের মধ্যে একজন টেট প্রার্থী ছিলেন তনুশ্রী মন্ডল।

    তিনি বলেন, পুরুলিয়ার বহু চাকুরি প্রার্থীরা আজও বঞ্চিত। কারুর চাকরির বয়স পার হয়ে গিয়েছে, কারোর বয়স একেবারেই সময়সীমার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। সংবাদ মাধ্যমের খবরের ফলে তিনি জানতে পারেন বিশিষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরুলিয়ায় এসেছেন। এ কথা জানতে পেরেই তিনি পুরুলিয়া জেলা আদালতে আসেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বচক্ষে দেখতে পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করেন।‌

    তিনি বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের মত চাকরি প্রার্থীদের কাছে ভগবান স্বরূপ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে অনেকটাই আশার আলো দেখতে পাচ্ছেন বলে জানান তিনি।

    আরও পড়ুন,  পরীক্ষা নিয়ে মুশকিল আসান, উচ্চ মাধ্যমিকের সব কাজ অনলাইনে! বড় সিদ্ধান্ত সংসদের

    আরও পড়ুন,  পাশের দাবিতে আন্দোলন করেও লাভ হয়নি, আত্মহত্যা উচ্চ মাধ্যমিক ছাত্রীর!

    বিশিষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পুরুলিয়া আগমন জেলাবাসীর মনে অনেকখানি দাগ কেটে গিয়েছে। ‌শুধুমাত্র তনুশ্রী নন, এদিন আদালত চত্বরে ভিড় করেন বহু মানুষ। সকলেই দেখতে এসেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অনেকে দেখাও করেন বিচারপতির সঙ্গে।

    শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

    First published:

    Tags: Justice Abhijit Ganguly