হোম /খবর /পুরুলিয়া /
জন্ম থেকে দৃষ্টিহীণ, শিক্ষায় বাধা হয়নি, রাইটার নিয়ে উচ্চ মাধ্যমিক

Purulia News: জন্ম থেকে দৃষ্টিহীণ, শিক্ষায় বাধা হয়নি, রাইটার নিয়ে উচ্চ মাধ্যমিক

X
দৃষ্টিহীণ [object Object]

মনের জোর ও ইচ্ছাশক্তি নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধী পড়ুয়া। দেখুন ভিডিও!

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পুরুলিয়া : শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে শুধুমাত্র মনের জোর ও প্রবল ইচ্ছা শক্তির উপর ভরসা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন পুরুলিয়ার ঝালদার অন্তর্গত তুলিন গ্রামের এক প্রতিবন্ধী পরীক্ষার্থী।

জন্ম থেকেই চোখে দেখতে পায় না শিবানী মাহাত , কিন্তু পড়াশোনার প্রতি তার রয়েছে প্রবল ইচ্ছা। সেই জন্যই সমস্ত প্রতিকূলতাই তারই ইচ্ছা শক্তির সামনে হার মেনেছে বরাবর। তাই রাইটার নিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে। এ বিষয়ে শিবানীর মা আরতি মাহাত বলেন , জন্ম থেকেই তার মেয়ে অন্ধ , কিন্তু পড়ালেখার প্রতি তার মেয়ের প্রবল ইচ্ছা রয়েছে। সে উচ্চ শিক্ষিত হতে চায়। তাই মেয়ের ইচ্ছা পূরণের জন্য লেবারের কাজ করেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। একা হাতে তিন সন্তানকে প্রতিপালন করছেন তিনি। ‌

আরও পড়ুন -  Discount on Rail Ticket: ট্রেনে ফের কি মিলবে সিনিয়র সিটিজেনদের জন্য ছাড়, বড় প্রস্তুতি শুরু

তার মেয়ে যতদূর ইচ্ছা পড়তে চায় তিনি পড়াবেন বলে জানিয়েছেন। তার এই লড়াইয়ে সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবে অনেকটাই উপকৃত হবেন বলে জানান তিনি।

আরও পড়ুন -  Weather Alert: আজ থেকে জেলায় জেলায় কালবৈশাখীর ‘চড়াম-চড়াম’, আপনার শহর-জেলায় কখন তাণ্ডব

এ বিষয়ে পরীক্ষার্থী শিবানী মাহাত বলেন , প্রথম দিন তার পরীক্ষা যথেষ্ট ভাল হয়েছে প্রশ্ননের উত্তরও ঠিক করে দিতে পেরেছেন। প্রতিবন্ধকতার কারণে রাইটার নিয়ে পরীক্ষা দিতে হয়েছে তাকে। উচ্চশিক্ষা লাভের পর শিক্ষিকা হতে চান তিনি।

শিবানীর রাইটার মমতা মাহাত বলেন , প্রশ্নপত্র যথেষ্টই সহজ ছিল। পরীক্ষার উত্তর ভালোভাবেই দেওয়া হয়েছে। আগামী দিনে রেজাল্ট ভালো হবে বলে আশা রাখছেন তিনি।

ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে বড় দুটি পদক্ষেপ হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। তাই শিক্ষা জীবনে সবসময়ই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ভাল রেজাল্ট করা ছাত্র-ছাত্রীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ থাকে। তাই সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলেই এই লড়াইয়ে এগিয়ে এসেছেন পুরুলিয়ার শিবানী মাহাত। আগামী দিনে সে অনেকেরই অনুপ্রেরণা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Sharmishta Banerjee

Published by:Debalina Datta
First published:

Tags: Higher Secondary, Higher Secondary 2023, Purulia