হোম /খবর /পুরুলিয়া /
পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল ট্রেড ইউনিয়ন

Purulia News: আসন্ন পঞ্চায়েত নির্বাচন , প্রস্তুতি শুরু তৃণমূল ট্রেড ইউনিয়নের!

X
তৃণমূল [object Object]

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ট্রেড ইউনিয়নের ভূমিকা পরিষ্কার করতে অনুষ্ঠিত হল সাংগঠনিক সভা। নির্বাচনী প্রস্তুতি নিতে দেওয়া হল বেশ কিছু নির্দেশিকা!

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পুরুলিয়া: আসন্ন পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতিতে নেমেছে শাসক শিবির। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পঞ্চায়েত স্তরের বিভিন্ন শাখা সংগঠনদের নিয়ে নির্বাচনী প্রচার চালাবে তৃণমূল ট্রেড ইউনিয়ন। পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে ট্রেড ইউনিয়নের সমস্ত স্তরের পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। ‌ এই বৈঠকে জেলা তৃণমূলের ব্লক ও অঞ্চল স্তরের পদাধিকারীদের নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা করা হয়।

এই দিনের এই বৈঠকে উপস্থিত থেকে জেলা তৃণমূলের ট্রেড ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার বলেন , এই সভার মধ্যে দিয়ে ব্লক ও অঞ্চল স্তরের অন্যান্য পদাধিকারীদের পঞ্চায়েত নির্বাচনে তাদের কি ভূমিকা থাকবে সে বিষয়ে জানানো হয়। পঞ্চায়েত নির্বাচনে দলের প্রচার সহ নির্বাচনী কাজে দলকে সহায়তা করার কথাও তাদের বলা হয়। মূলত তৃণমূল ট্রেড ইউনিয়নের সংগঠনকে মজবুত করে তুলতেই এই সভার আয়োজন বলে জানান তিনি।

আরও পড়ুন: North 24 Parganas News: হিন্দু রীতি মেনে হল ভোম্বলের শ্রাদ্ধ, ভোজ খেলেন পাঁচশো অতিথি-সহ দেড়শ সারমেয়

আরও পড়ুন: Siliguri News: পুকুরে ওটা কী ভাসছে? মাথা জলে ডোবানো! সামনে যেতেই আতঙ্ক

উল্লেখ্য , বিগত বেশ কিছুদিন আগেই তৃণমূল ট্রেড ইউনিয়নের শহর , ব্লক , অঞ্চল স্তরে কমিটি ঘোষণা হয়েছে। নির্বাচিত করা হয়েছে সভাপতি সহ সভাপতি সহ অন্যান্য পদাধিকারীদের। পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয় সেই সকল নেতাকর্মীদের নিয়ে প্রাক নির্বাচনের সভার আয়োজন করা হয়। পঞ্চায়েত নির্বাচনে কোন অংশেই ত্রুটি রাখতে চায় না শাসকদল। তাই ধাপে , ধাপে চলছে নির্বাচনী প্রস্তুতি।

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

Published by:Arjun Neogi
First published:

Tags: Purulia news