পুরুলিয়া: জেলা পুলিশের প্রাপ্তি অভিযানের মধ্যে দিয়ে উদ্ধার হল হারিয়ে যাওয়া ৩৮৫ টি মোবাইল ফোন। মঙ্গলবার পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও বেলগুমা পুলিশের পক্ষ থেকে প্রাপ্তির মাধ্যম উদ্ধার হওয়া ৩৮৫ টি মোবাইলের মধ্যে থেকে ১০ মোবাইল আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। আগামী দিনে পুরুলিয়ার থানাগুলির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল গ্ৰাহকদের হাতে ফিরিয়ে দেওয়া হবে বলে জানান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: নিকাশির কাজ চলায় কোচবিহারের প্রাণকেন্দ্রে যানজট লেগেই আছে
পুলিশ সুপার আরও জানান, মোবাইল মালিকরা যাতে তাঁদের হারিয়ে যাওয়া হ্যান্ডসেট ফিরে পান তার জন্য তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে পুরুলিয়া জেলা পুলিশ। শুধু এই কারণেই আলাদা একটি রেজিস্টার রাখা হয়েছে। তিনি জানান, পুলিশের সঙ্গে সাধারণ মানুষের নিবিড় সংযোগ স্থাপনের জন্যেই প্রাপ্তির মত কর্মসূচি নেওয়া হয়েছে।
এদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি গ্ৰাহকরা। তাঁরা পুলিশের এই উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন।
শর্মিষ্ঠা ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia news