হোম /খবর /পুরুলিয়া /
দখলদারি ও যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান

Purulia News: অবৈধ দখলদারি ও শহরকে যানজট মুক্ত করতে পুরুলিয়া জেলা পুলিশের অভিযান

X
নিজস্ব [object Object]

পুরুলিয়া শহরের যানজট হল অন্যতম বড় সমস্যা। শহরকে যানজট মুক্ত করতে ও অবৈধ দোকানদারি করা বন্ধ করতে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।

  • Local18
  • Last Updated :
  • Share this:

#পুরুলিয়া: পুরুলিয়া শহরের সবথেকে সব থেকে বড় সমস্যা হল যানজট। এই যানজটের ফলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় শহর সহ শহরতলির মানুষদের। পুরুলিয়া শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। গত শনিবার পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে।

একইভাবে সোমবার সকাল থেকে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড, মেনরোড, টাউন থানা চত্বর, কাছারি রোড সহ বিভিন্ন এলাকায় অবৈধ দোকানদারি উচ্ছেদের লক্ষ্যে অভিযান চালানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে। এই উচ্ছেদ অভিযানে টাউন থানার আইসি, ডিএসপি ট্রাফিক, ডিএনটি সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল DA মামলার শুনানি! আপাতত স্বস্তিতে রাজ্য সরকার...

এর আগেও বারংবার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল অবৈধভাবে দোকানদারি না করার জন্য। কিন্তু তারপরও অনেকেই সেই নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তার উপরে ফুটপাত দখল করে দোকান বানিয়ে ব্যবসা করছে। আগামী দিনে এইভাবে যারা ব্যবসা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: মাত্র ৬ টাকায় ভাগ্য বদলাতে পারে, আজই জিতে যেতে পারেন লক্ষ লক্ষ টাকা! দেখে নিন লটারির ফলাফল

এরই পাশাপাশি রাস্তার ধারে যত্রতত্র গাড়ি পার্কিং করার বিরুদ্ধেও পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ করে সুষ্ঠুভাবে যাতায়াত, দুর্ঘটনা নিয়ন্ত্রণ, অবৈধ দোকান উচ্ছেদ করার জন্যই জেলাপুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

Published by:Arjun Neogi
First published:

Tags: Purulia news