হোম /খবর /পুরুলিয়া /
নেতাজি সুভাষচন্দ্র বসুর পদার্পণের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি

Purulia News: নেতাজি সুভাষচন্দ্র বসুর পদার্পণের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি

X
title=

১৯৩৯ সালের নয়'ই ডিসেম্বর মানভূমবাসীদের কাছে চিরস্মরণীয় দিন। ‌এইদিনে শেষবারের মতো মানভূমের মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর পদচিহ্ন পড়েছিল। ‌তাই এই দিনটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জ্ঞাপন করতে মেতে ওঠে গোটা মানভূম।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#পুরুলিয়া : ১৯৩৯ সালের নয়'ই ডিসেম্বর মানভূমবাসীদের কাছে চিরস্মরণীয় দিন। ‌এইদিনে শেষবারের মতো মানভূমের মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর পদচিহ্ন পড়েছিল। ‌তাই এই দিনটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জ্ঞাপন করতে মেতে ওঠে গোটা মানভূম। ঝালদার তুলিন গ্রামে নেতাজী সুভাষচন্দ্র বসুর পদার্পনের পুন্য স্মৃতি স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এইদিন। তুলিন গ্রাম ও সুভাষচন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতি এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে।

এ বিষয়ে তুলিন গ্রাম সুভাষচন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতির সদস্যরা জানান ৯ ডিসেম্বর দিনটি তুলিন গ্রাম বাসীদের কাছে চিরস্মরণীয় একটি দিন। কারণ এই দিনে দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসু পুরুলিয়াতে ৩০টি সভা করেছিলেন যার মধ্যে ১২ টি সভার হদিস মিলেছে। তুলিন গ্রাম তার মধ্যে অন্যতম। সে সময় নেতাজি সুভাষচন্দ্র বসু তুলিন গ্রামের মাতৃ মন্দিরে রাত্রি যাপন করেছিলেন ও তুলিন মাঝপাড়া আদি ষোলোআনা দূর্গা মন্দিরে সভা করেছিলেন।

আরও পড়ুনঃ সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সারজুমাতু গ্রামের বাসিন্দারা

তাই এই শুভদিনে নেতজীর স্মৃতিতে মাঝপাড়া আদি ষোলোআনা দূর্গা মন্দিরে নেতাজির ফলক উন্মোচন ও মাতৃ মন্দিরে নেতাজীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়।‌ এই দিনে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন করা হয়। মানভূমির ইতিহাসে গৌরবময় দিন হল এই নয় ডিসেম্বর। তাই এই দিনটিতে পুরুলিয়া জেরা জুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। ‌এইদিন তুলিন গ্রামের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুলিন গ্রাম সুভাষ চন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতির সদস্য-সমস্যারা সহ তুলিন গ্রামের বাসিন্দারা।

Sharmistha Banerjee Bairagi
Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Jhalda, Purulia