পুরুলিয়া: এ যেন সিনেমা কেও হার মানায়। এক রাতের মধ্যে সাত সাতটি বাড়িতে চুরি করে গ্রামবাসীদের অবাক করে দিল চোরের দল। ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ঝালদা থানার বুরুডি গ্রামে। গ্রামেরই এক বাসিন্দা জানান, তিনি প্রথমে দেখতে পান তার ভাইয়ের বাড়িতে চুরি হয়েছে। তারপর খোঁজ নিয়ে জানতে পারেন গ্রামের আরও ৬ থেকে ৭টি বাড়িতে চুরি হয়েছে।
সঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও এই মুহূর্তে জানা যায়নি। বেশ কিছু বাড়ির তালা ভেঙে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র ও আসবাবপত্র চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। এই প্রথমবার একযোগে গ্রামের এতগুলি বাড়িতে চুরির ঘটনা ঘটল ফলে যথেষ্টই ভীত হয়েছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: অ্যাপ ডাউনলোড করার আগে সাবধান, ফাঁকা হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
গ্রামবাসীদের অভিযোগ , চুরির দিন পুলিশকে খবর দেয়া হলেও সঠিক সময় পৌঁছয়নি পুলিশ। পরের দিন সকালে ঝালদা থানার পুলিশ এসে সরজমিনে তদন্ত করে দেখেন। সঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি। চোরেদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন গ্রামের বাসিন্দারা। ঘটনা কে ঘিরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা গ্রামে। আগে কখনো এই রকম ঘটনা গ্রামে ঘটেনি এমনটাই জানা গিয়েছে গ্রামবাসীদের তরফ থেকে। এই ঘটনার পর থেকেই একপ্রকার নিরাপত্তা হীনতায় ভুগছেন গ্রামের মানুষেরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia