পুরুলিয়া : আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েত নির্বাচনে নির্ঘন্ট ঘোষণা না হলেও নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে শাসক-বিরোধী শিবির গুলি। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার পুরুলিয়া ২ নম্বর ব্লকের বোঙাবাড়ি কমিউনিটি হলে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।
জেলার স্তরের ও ব্লক স্তরের নেতাকর্মীদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। লক্ষ্য একটাই ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনকে নির্বিঘ্নে সম্পন্ন করতে হবে। তাই প্রতিটি ব্লকের বুথ কমিটির সদস্যদের পঞ্চায়েত ভোটে কী ভূমিকা থাকবে তার একটি নির্দেশিকা দেওয়া হয় এই দিনের এই বৈঠক থেকে। রাজ্য সরকারের জনমুখী সমস্ত প্রকল্প গুলির বিষয়ে সাধারণ মানুষদের অবগত করার জন্য কর্মীদের উদ্দেশ্যে বার্তা প্রদান করা হয় এই বৈঠকে।
আরও পড়ুন: প্রায় ১০ বছর পরে মামারবাড়ি গেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, ঘুরে দেখলেন ঘরদোর, গ্রাম
এই দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথড়িয়া , মন্ত্রী শান্তিরাম মাহাত , পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় সহ জেলা ও ব্লক স্তরের বহু নেতাকর্মীরা।
আরও পড়ুন: প্রবল বেগে ধেয়ে আসছে মোকা! সুন্দরবনের নদীবাঁধ পরিদর্শনে বিডিও প্রশাসনিক কর্তারা
আগামী দিনে পঞ্চায়েত ভোট কিভাবে নির্বিঘ্নে সম্পন্ন হবে তারই একটি নির্দেশিকা দেওয়া হয় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। উচ্চ নেতৃত্বদের থেকে নির্বাচনী লড়াইয়ের গাইডলাইন পেয়ে অনেকটাই মনবল বেড়ে গিয়েছে কর্মী সমর্থকদের । ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন কে নির্বিঘ্নে সম্পন্ন করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শাসকদলের কাছে। তাই এক ইঞ্চি ও জমি ছাড়তে নারাজ তারা। লক্ষ্য একটাই জয়ের হাসি হাসতে হবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia, Purulia news