শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়. পুরুলিয়া : উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলির কারণে নানা সমস্যায় পড়তে হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলিকে। শিক্ষক বদলির কারণে রাজ্যের বিভিন্ন জেলার স্কুল গুলিতে পঠন-পাঠন বিঘ্নিত হচ্ছে।সম্প্রতি শিক্ষক বদলির নতুন নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য শিক্ষা দফতর। এই নির্দেশিকার ফলে খুশি রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলি। পুরুলিয়ার ঝালদা হাই স্কুলেও রয়েছে খুশির বাতাবরণ।
দীর্ঘদিন ধরে ঝালদা হাই স্কুলে শিক্ষক-শিক্ষিকা কম থাকার কারণে ছাত্র-ছাত্রীদের নানা সমস্যায় পড়তে হচ্ছিল। এই স্কুলের ছাত্র সংখ্যা প্রায় ১১৫০ শিক্ষক সংখ্যা এই মুহুর্তে ১৩, এই স্কুলের অনুমোদিত শিক্ষক রয়েছে ২৫ জন। ১২জন শিক্ষক কম থাকায় পড়াশোনায় অসুবিধা হচ্ছে দীর্ঘদিন ধরে। শিক্ষকদের বদলির নতুন নির্দেশিকায় জারি হওয়ার ফলে স্বস্তিতে রয়েছেন ঝালদা হাই স্কুলের প্রধান শিক্ষক। তিনি বলেন , সরকারের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা খুবই ভাল। এই নির্দেশিকা যদি আমাদের স্কুলে ও কার্যকর হয় তাহলে পড়ুয়ার অনেকটাই উপকৃত হবে ।
এ বিষয়ে পড়ুয়াদের একাংশ জানিয়েছে , শিক্ষক কম থাকার কারণে অনেক ক্ষেত্রেই পঠন-পাঠনে সমস্যা হয় তাদের। স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাব মেটানোর দাবি রাখেন তারা। এ বিষয়ে স্কুলেরই এক পড়ুয়ার অভিভাবকের দাবি , ঝালদা হাই স্কুলে শিক্ষক শিক্ষিকা কম থাকার কারণে ছাত্র-ছাত্রীদের যথাযথ পঠন পঠন হচ্ছে না। এই স্কুলে যাতে শিক্ষক শিক্ষিকা বাড়ানো হয় সে বিষয়ে সরকার বিবেচনা করুক।
সরকারি এই নির্দেশিকার ফলে, পুরুলিয়ার ঝালদা স্কুলের পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলার স্কুল গুলিও অনেকখানি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।