পুরুলিয়া: বাংলায় কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে তৈরি হয়েছে জেলা পর্যায়ের মনিটরিং কমিটি। শিল্পের নিরিখে পিছিয়ে থাকা জেলা পুরুলিয়া। তবে রাজ্যের আশা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাত ধরে রাজ্যের শিল্প মানচিত্রের উপরের দিকে উঠে আসতে পারে এই জেলা। এখানে সেই সম্ভাবনা আছে বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ।
আদিবাসী অধ্যুষিত ছোটনাগপুর মালভূমির অংশ পুরুলিয়া। এখানে শিল্প উদ্যোগের প্রচেষ্টা ঠিক কোন পর্যায়ে আছে তা জানতে পর্যালোচনা বৈঠকে বসল জেলা পর্যায়ের মনিটরিং কমিটি। সেখানে মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর জোর দেওয়া হয়। আগ্রহী শিল্পোদোগীদের নিয়ে বৃহস্পতিবার এই বৈঠক আয়োজিত হয়।
আরও পড়ুন: লেভেল ক্রসিং বন্ধের সিদ্ধান্ত রেলের, প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের
বৈঠক প্রসঙ্গে জেলা শিল্প কেন্দ্রের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার জয়ন্ত আচার্য বলেন, অতিরিক্ত জেলাশাসক ( ভূমি ও ভূমি সংস্কার ও শিল্প) রাজেশ রাঠোরের তত্ত্ববোধনে বৈঠক আয়োজিত হয়েছে। সেখানে যা আলোচনা হয়েছে তাতে পরিষ্কার, জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে তুলে ধরার প্রচেষ্টায় সফলতা এসেছে। জেলাশাসকের পক্ষ থেকে সমস্ত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
মনিটরিং কমিটির বৈঠক নিয়ে ফেডারেশন অফ মাইক্রো অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির জেলা সভাপতি অজিত সরাওগি বলেন, শিল্পের ক্ষেত্রে জেলায় বেশ কিছু সমস্যা আছে। তবে প্রতিনিয়ত পর্যালোচনা বৈঠকের ফলে ধীরে ধীরে সেই সমস্যাগুলির সমাধান হচ্ছে। তাঁর আশা আগামী দিনে পুরুলিয়ায় প্রচুর বিনিয়োগ আসবে।
বর্তমানে পুরুলিয়ায় পর্যটন শিল্পের রমরমা। উইকেন্ড ট্যুরিজমের গন্তব্য হয়ে উঠেছে এই জেলা। ভিন রাজ্য থেকেও বহু পর্যটক বেড়াতে আসছেন। এই বছরের পলাশ উৎসবে রেকর্ড সংখ্যক পর্যটক এসেছিলেন। এর ফলে পুরুলিয়ার পর্যটনশিল্পে বিনিয়োগের ব্যাপারে শিল্পোদ্যোগীরা বেশ উৎসাহী হয়ে উঠেছেন। কিন্তু বহু ক্ষেত্রে জমি সমস্যার কারণে অনেকেই পিছিয়ে যাচ্ছেন। দমকলের পক্ষ থেকেও অনুমতি পেতে সমস্যা হচ্ছে বলে বৈঠকে অনুযোগ করেন বেশ কয়েকজন শিল্পদ্যোগী।
তবে পর্যালোচনা বৈঠকে উপস্থিত প্রশাসনিক কর্তারা আশ্বস্ত করে জানান, সমস্ত সমস্যাগুলি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। পর্যটন শিল্পের সঙ্গে জড়িত হোটেল ব্যবসায়ীরাও চান যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলোর সমাধান হোক। তাহলে পুরুলিয়ার পর্যটন শিল্পে আরও বিনিয়োগ আসবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia, Purulia news