হোম /খবর /পুরুলিয়া /
দুর্দান্ত রেজাল্ট করে চমকে দিল পুরুলিয়ার অঙ্কিতা গড়াই , জানুন তার আগামী লক্ষ্য!

Purulia News: রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে তাক লাগালেন পুরুলিয়ার ভূমিকন্যা!

X
দারুন [object Object]

পুরুলিয়ার ভূমিকন্যার দুর্দান্ত রেজাল্টে উৎফুল্ল জেলাবাসী , জানুন তার প্রাপ্ত নম্বর কত!

  • Share this:

পুরুলিয়া: মাত্র ৫৭ দিনের মাথায় প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে তাক লাগিয়েছে পুরুলিয়ার ভূমিকন্যা অঙ্কিতা গড়াই। উচ্চমাধ্যমিকে তার মোট প্রাপ্ত নম্বর ৪৯২। পুরুলিয়ার পুঞ্চা ব্লকের ন-পাড়া হাই স্কুলের ছাত্রী সে। বাবা পেশায় শিক্ষক ও মা গৃহকর্তী। এ বিষয়ে অঙ্কিতা গড়াই জানান , আগামী দিনে আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছে সে।

প্রথমে ইংরেজিতে অনার্স নিয়ে পড়ে ইউপিএসসির জন্য তৈরি হতে চায় সে। পরিবারের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছে পড়াশোনার জন্য। দিনে প্রায় সাত থেকে আট ঘন্টা, পড়াশোনার জন্য সময় দিত সে। অন্যান্য বিষয়গুলির মধ্যে থেকে তাঁর সব থেকে প্রিয় সাবজেক্ট অঙ্ক ও ইংরেজি। তাঁর এই সাফল্যের সম্পূর্ণ ক্রেডিট তাঁর বাবা-মা ও তাঁর শিক্ষক শিক্ষিকাদের দিয়েছেন।

আরও পড়ুন: মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকেও নরেন্দ্রপুরের জয়জয়কার! প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার

আরও পড়ুন: একাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে বিরাট সিদ্ধান্ত! নতুন নিয়মে আবার কোন বদল? ঘোষণা করল সংসদ

এ বছর ১৪ই মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ২৭ শে মার্চ। উচ্চমাধ্যমিকে সবমিলিয়ে প্রায় সাড়ে আট লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। ১৪.৮৪ শতাংশ এ বছর বেশি ছিল পরীক্ষার্থীর সংখ্যা। ৮৯.২৫ শতাংশ ছিল পাশের হার। রাজ্যের মধ্যে পুরুলিয়া মধ্যে থেকে পঞ্চম স্থান অধিকার করেছে পুরুলিয়ার পুঞ্চা ব্লকের অঙ্কিতা গড়াই। তার এই চূড়ান্ত সাফল্যে খুশি তার পরিবার পরিজন-সহ গোটা এলাকার মানুষ।

শমিষ্ঠা ব্যানার্জি

Published by:Uddalak B
First published:

Tags: Purulia news