হোম /খবর /পুরুলিয়া /
স্বামীকে কী ভাবে মারল স্ত্রী ও তাঁর প্রেমিক! পুরুলিয়ার ঘটনা দেখে চমকে গেল পুলিশ

Purulia News: স্বামীকে কী ভাবে মারল স্ত্রী ও তার প্রেমিক! পুরুলিয়ার ঘটনা দেখে চমকে গেল পুলিশও

মারাত্মক ঘটনা পুরুলিয়ায়

মারাত্মক ঘটনা পুরুলিয়ায়

Purulia News: দীর্ঘ পাঁচ বছর ধরে বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক। ‌

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পুরুলিয়া: এক নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকল পুরুলিয়া। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন করল স্ত্রী৷ খুনের পরিকল্পনার সাক্ষী থাকল প্রেমিক। আর সেই জয়পুর হত্যাকাণ্ডের কিনারা করল পুরুলিয়া জেলা পুলিশ।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান , জয়পুর এলাকার জুরান মাহাত নামে প্রায় বছর ৩৮-এর এক ব্যক্তি গত ২০ মার্চ নিখোঁজ হয়ে যান। ঐ ব্যক্তির স্ত্রী অপূর্ব মাহাত ও ছেলে উত্তরা মাহাত ২২ মার্চ জয়পুর থানায় একটি মিসিং ডায়েরি করে।

তার কিছুদিন পরই অর্থাৎ ২৫ মার্চ বাড়ির পাশের একটি জায়গা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এমনটাই খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হয় সেই জায়গায়। সেখান থেকেই উদ্ধার হয় ওই জুরান মাহাতর মৃতদেহ।

আরও পড়ুন: প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিরোধীদের ঝাঁঝালো আক্রমণ! চব্বিশের লক্ষ্যও ঠিক করে দিলেন নরেন্দ্র মোদি

আরও পড়ুন: ডিএ ইস্যুতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! রাজ্যকে বেঁধে দেওয়া হল সময়, এবার...

উদ্ধার হয় হত্যাকাণ্ডের  সঙ্গে জড়িত সামগ্রীগুলি। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এবং তারপরেই শুরু করা হয় পুলিশের পক্ষ থেকে তদন্ত। ঐ ব্যক্তিকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে প্রথমে অজ্ঞান করা হয় তারপর বাটখারা দিয়ে আঘাত করে ও তার নিম্নাঙ্গ কেটে হত্যা করা হয়। সন্দেহের তালিকায় সবার প্রথমেই ছিল তার স্ত্রী উত্তরা মাহাত।

এরপরেই একের পর এক রহস্যের উদঘাটন হয়। পুলিশ জানতে পারে দীর্ঘ পাঁচ বছর ধরে উত্তরা মাহাতর সঙ্গে ক্ষেত্রপাল মাহাত নামে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। যে বর্তমানে গোয়াতে বসবাস করছে। এই সম্পর্কের কথা জুরান মাহাত জানতে পারে তারপরেই পারিবারিক অশান্তি শুরু হয় তাদের।

অবশেষে প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যা করে উত্তরা মাহাত। বিবাহ বহির্ভূত প্রেমের পরিণতি দিতেই এই হত্যা লীলা চালিয়েছে উত্তরা মাহাত ও ক্ষেত্রপাল মাহাত। অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। ‌

শর্মিষ্ঠা ব্যানার্জি

Published by:Uddalak B
First published:

Tags: Purulia