পুরুলিয়া: আদিবাসী সিঙ্গেল অভিযানের জেরে বিপাকে নিত্যযাত্রীরা । এক প্রকার স্তব্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল। শনিবার সকাল থেকেই কাটাডি রেল স্টেশনে ব্যানার নিয়ে মিছিল করে অবরোধ করে আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা । যার ফলে দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার বহু ট্রেন ঠিকভাবে চলাচল করতে পারছে না। চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের । এই বিক্ষোভের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: মাটির তলা দিয়েই কাজ হাসিল, মিটারেও বাড়ছে না মাশুল! অভিযানে গিয়ে অবাক কর্তারা
আরও পড়ুন: চাকরি ছেড়ে একাই পরীক্ষার প্রস্তুতি, প্রথম বার টেট দিয়েই রাজ্যে প্রথম বর্ধমানের ইনা
উল্লেখ্য , বেশ কিছুদিন আগেই আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল সারনা ধর্মের পৃথক কোড চালু ও ঝাড়খণ্ডের মারাং বুরু পাহাড় ফিরিয়ে দেওয়ার দাবিতে । সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই দিন হুঁশিয়ারি দেয়া হয়েছিল আগামী ৩০ শে জানুয়ারি পর্যন্ত তাদের দাবি পূরণ না হলে ফেব্রুয়ারি মাস থেকে তারা অনির্দিষ্টকালের জন্য রেল ও বাসের চাকা অচল করে চাকা জাম আন্দোলন কর্মসূচি পালন করবে। সেই মোতাবিক শনিবার অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা ।
দীর্ঘক্ষণ অবরোধ চলার পর আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির সঙ্গে কথা বলে রেল আধিকারিকেরা ও পুলিশ কর্মকর্তারা। তাদের আশ্বাসে আপাতত বিক্ষোভ তুলে নেন আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির সদস্যরা। আগামী এপ্রিল মাসের মধ্যে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia