হোম /খবর /পূর্ব মেদিনীপুর /
হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ, তাহলে কি আর কামব্যাক করবে না শীত ?

East Medinipur News: হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ, তাহলে কি আর কামব্যাক করবে না শীত ?

প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। আজ জানুয়ারির উষ্ণতম দিন রবিবার ২৯ জানুয়ারি। 

  • Local18
  • Last Updated :
  • Share this:

দিঘা: প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত নেই। জানুয়ারি মাসেই দীঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির বেশি হল। জানুয়ারির উষ্ণতম দিন রবিবার ২৯ জানুয়ারি। শুধু দিঘা নয় পূর্ব মেদিনীপুর জুড়ে বেড়েছে তাপমাত্রা। আবহাওয়ার বড়সড় পরিবর্তন ছাড়া শীত আর কামব্যাক করছে না। দুপুরের দিকে তাপমাত্রার পারদ চড়ছে আরও বেশি।

আবহাওয়া দফতরের ওয়েবসাইট থেকে পাওয়া যায় দিঘার শেষ ২৪ ঘণ্টায় আবহাওয়া ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। এদিন অর্থাৎ ২৯ জানুয়ারি শুক্রবার দিঘার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সারাদিন মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আরও পড়ুন: প্ল্যান চেঞ্জ? ট্রেনে টিকিট কাটার পরেও পরিবর্তন করা যায় যাত্রার তারিখ, জানেনআরও পড়ুন: বাড়িতে বসে এই অ্যাপেই জানতে পারবেন বাজেটের খুঁটিনাটি, কীভাবে ডাউনলোড, জানুন

পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশী। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৩ শতাংশ।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। কাঁথি শহরের প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। জানুয়ারি মাসেই শীত উধাও কাঁথিতে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন রোদ ঝলমলে আকাশ, উত্তরে হাওয়ার দাপট নেই ফলে তাপমাত্রা বাড়ছে প্রতিদিন। শীতের বিদায় জানুয়ারি মাসেই।

Saikat Shee

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Weather Forecast, Weather updates