হোম /খবর /পূর্ব মেদিনীপুর /
বিরাট অভিযান! বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত হওয়া শব্দবাজি নিষ্ক্রিয় করল পুলিশ

East Medinipur News: বিরাট অভিযান! বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত হওয়া শব্দবাজি নিষ্ক্রিয় করল পুলিশ

X
মহিষাদল [object Object]

যাতে এলাকার মানুষের সমস্যা না হয় তার জন্য মহিষাদল রাজবাড়ির ফাঁকা মাঠ বেছে নেওয়া হয়েছিল।

  • Share this:

মহিষাদল: উদ্ধার হওয়া অবৈধ শব্দবাজি নিষ্ক্রিয় করল সি আই ডির প্রতিনিধিরা। শেষকয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানা এলাকা থেকে উদ্ধার হয় শব্দবাজিগুলি৷  বিভিন্ন সময় মহিষাদল থানার পক্ষ থেকে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে শব্দবাজি সহ অন্যান্য নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়।

সরকারি নিয়ম মেনে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করার কাজ করে সি আই ডি এর প্রতিনিধিদল সহ মহিষাদল থানার পুলিশ। প্রসঙ্গত ২০২২ সালের ডিসেম্বর মাসে শুরুতে পাঁশকুড়া থানার গুদামে মজুত থাকা বাজি তৈরির সরঞ্জামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে মারা যান পাঁশকুড়া থানার এক সিভিক ভলেন্টিয়ার। তারপর থেকেই পাঁশকুড়া থানা সহ জেলার প্রতিটি থানায় জমা থাকা বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির সরঞ্জাম নিষ্ক্রিয় করার কাজ শুরু করে সরকারি নিয়ম অনুসারে।

আরও পড়ুন-  পুলিশের অনুমতি নেই, বিধানসভা অভিযানে অনড় এসএফআই! অশান্তির আশঙ্কা

আরও পড়ুন- বইমেলায় পাঁচ দিনেই লক্ষ্য পূরণ করল এসএফআই, স্টলে দুরন্ত চমক দিল বাম ছাত্ররা

এদিন মহিষাদল থানার পক্ষ থেকে বাজেয়াপ্ত থাকা শব্দবাজি নিষ্ক্রিয় করার কাজ হয়। এ প্রসঙ্গে মহিষাদল থানার অফিসার ইনচার্জ প্রলয়কুমার চন্দ্র জানান, সরকারি নিয়ম মেনেই থানা এলাকা থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করা হয়। যাতে এলাকার মানুষের সমস্যা না হয় তার জন্য মহিষাদল রাজবাড়ির ফাঁকা মাঠ বেছে নেওয়া হয়েছিল।

সৈকত শী

Published by:Rachana Majumder
First published: