হোম /খবর /পূর্ব মেদিনীপুর /
পলিথিন-চৌবাচ্চায় কম খরচে, কম সময়ে বেশি লাভ দেশি শিঙ্গী মাগুর প্রজননে

East Medinipur News: পলিথিন-চৌবাচ্চায় কম খরচে কম সময়ে বেশি লাভ দেশি শিঙ্গী মাগুর প্রজননে

X
East [object Object]

অভিনব পলিথিন-চৌবাচ্চায় নামমাত্র খরচে, কম সময়ে বেশি লাভ – বিলুপ্তপ্রায় দেশী মাগুর-শিঙি মাছের প্রজননে আয়ের দিশা নন্দীগ্রামে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

নন্দীগ্রাম: অভিনব পলিথিন-চৌবাচ্চায় নামমাত্র খরচে, কম সময়ে বেশি লাভ – বিলুপ্তপ্রায় দেশী মাগুর-শিঙি মাছের প্রজননে আয়ের দিশা নন্দীগ্রামে কম খরচে বিলুপ্তপ্রায় দেশী মাগুর-শিঙি মাছের প্রজনন করে চারা উৎপাদন করে আয় বেকার যুবক-যুবতীদের নতুন কর্মের দিশা। মাত্র কুড়ি হাজার টাকায় শুরু লাভের ব্যবসা! প্রতি পলিথিন-চৌবাচ্চায় দেশী মাগুর-শিঙি মাছের পঞ্চাশ হাজার রেনুপোনা উৎপাদন করে এক লক্ষ টাকা লাভ।

নন্দীগ্রাম-১ নম্বর ব্লকে দেশী মাগুর-শিঙি মাছের প্রজননে আয়ে করে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে হরিপদ দাস, বিশ্বজিত বর্মনের মতো যুবক। বাঁশ, পলিথিন, দড়ি ব্যবহার করে গোটা পাঁচেক ট্যাংক বানিয়েছেন হরিপদ। দশ ফুট চওড়া, বারো ফুট লম্বা ও দেড় ফুট গভীর এক একটা চৌবাচ্চার পরিমাপ। এই পলিথিন-চৌবাচ্চা পাইপ সবকিছু মিলিয়ে মোট হাজার কুড়ি টাকা মূলধন লাগে। সামান্য টাকার মূলধন লাগিয়ে দেশী মাগুর-শিঙি মাছের প্রজনন করে চারা উৎপাদন করে এক একটা পলিথিন-চৌবাচ্চা থেকে এক লক্ষ টাকা লাভ হচ্ছে।

আরও পড়ুন: স্বল্প খরচে বাড়িতে মৌমাছি চাষ করে বাড়তি লাভের দিশা দেখাচ্ছেন

আরও পড়ুন: Bangla| Eid-ul-Fitr|| চাহিদা তুঙ্গে, ইদে আগে লাচ্ছার কিনতে সদর বাজারগুলিতে লম্বা লাইন

নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের বনশ্রী গৌরি গ্রামের এই উদ্যোগী যুবক হরিপদ দাস বলেন, “মাছের হ্যাচারী বানাতে অনেক খরচ, তাই কম খরচে এই অভিনব পদ্ধতিতে মাছের প্রজনন করাচ্ছি, ব্লক মৎস্য আধিকারিকের সাহায্য পাচ্ছি, ইচ্ছে আছে বড় একটি প্রকল্প করব।” আর এক উদ্যোগী যুবক বিশ্বজিত বর্মন “ বাজারে দেশি মাগুর শিঙির ভালোই চাহিদা রয়েছে, মাছ চাষিরা দেশি মাগুরের চারা নিয়ে গিয়ে চাষ করে লাভও পাবেন ভাল।”

এ বিষয়ে নন্দীগ্রাম -১ নম্বর ব্লক মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু বলেন, “কম খরচে অভিনব এই প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এতে দেশী মাগুর-শিঙি মাছের উৎপাদন অধিক পরিমাণে বৃদ্ধি করা সম্ভব হবে। দেশী মাগুর –শিঙি মাছ চাষ ও প্রজনন একটি লাভজনক পেশা। দেশী মাগুর –শিঙি মাছ প্রজনন বাড়লে চাষও বাড়বে চাষের মাধ্যমে যেমন মাছের চাহিদা পূরণ করা যাবে তেমনি বেকারত্ব দূর করা সম্ভব।”

Saikat Shee

Published by:Arjun Neogi
First published:

Tags: East Medinipur News