Mocha Cyclone|| East Medinipur News: ধেয়ে আসছে মোকা! ঘূর্ণিঝড় আসার আগেই বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরে

Last Updated:

ইয়াসের জলোচ্ছ্বাসে জেলা জুড়ে বিভিন্ন নদনদীর বাঁধ ও বিভিন্ন জায়গায় সমুদ্র বাঁধ ভেঙে জল ঢোকে লোকালয়ে। তাই এবার আগে থেকেই সতর্ক প্রশাসন।

+
ধেয়ে

ধেয়ে আসছে মোকা! ঘূর্ণিঝড় আসার আগেই বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরে

মহিষাদল: ঘূর্ণিঝড়ের নাম মোকা। ঘূর্ণিঝড় মোকার গতিপথ এখনও নির্দিষ্ট করেনি আই এম ডি। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পূর্ব মেদিনীপুর জেলায় পড়বে কিনা তাও এখন স্পষ্ট নয়। কিন্তু, ইয়াস, আমফানের ভয়াবহ স্মৃতি এখনও মুছে যায়নি পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলের মানুষজনের মনে। কার্যত তছনছ হয়ে গিয়েছিল দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় অঞ্চলের জনজীবন। তাই এবার আগে থেকে প্রস্তুত জেলা প্রশাসন। আগেই পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে ঘূর্ণিঝড় মোকাবিলার বিশেষ মহড়া হয়েছে। মঙ্গলবার সেচ দপ্তরের আধিকারিকেরা ও ব্লক প্রশাসন নদী বাঁধ সহ উপকূল এলাকা পরিদর্শন করলেন।
বিগত বছর গুলিতে মে মাসে আমফান, ইয়াস ঝড়ের প্রভাবে দিঘা, তাজপুর, মন্দারমণি, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছিল। আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোকার উৎপত্তি। মোকা ঠিক কোথায় আছড়ে পড়বে বা বাংলায় এর পরোক্ষ বা প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। ইয়াস ঘূর্ণিঝড়ে প্রভাবে তীব্র জলোচ্ছ্বাসে কার্যত ধুয়ে মুছে গিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র ও নদনদী তীরবর্তী অঞ্চলের জনজীবন।
advertisement
advertisement
ইয়াসের জলোচ্ছ্বাসে জেলা জুড়ে বিভিন্ন নদনদীর বাঁধ ও বিভিন্ন জায়গায় সমুদ্র বাঁধ ভেঙে জল ঢোকে লোকালয়ে। তাই এবার আগে থেকেই সতর্ক প্রশাসন। মোকা ঘূর্ণিঝড় এর পূর্বাভাসে রাজ্য জুড়ে প্রশাসনের বিশেষ নজদারি। উপকূল এলাকা, নদী এলাকারঅবস্থা ঘুরে দেখছেন জেলা ও ব্লক প্রশাসনের কর্তারা।
advertisement
পর পর হয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে রূপনারায়ণ নদের বাঁধ অনেক জায়গায় ভেঙে গিয়েছিল৷ সেই সব নদী বাঁধের বর্তমান অবস্থা ঘুরে দেখলেন মহিষাদলের বিডিও এবং সেচ দপ্তরের আধিকারিকরা। নদীপাড়ের অবস্থা দেখার পাশাপাশি এলাকার মানুষকে ঘূর্ণিঝড়ের বিষয়ে সচেতন করেন বিডিও যোগেশ মন্ডল।
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Mocha Cyclone|| East Medinipur News: ধেয়ে আসছে মোকা! ঘূর্ণিঝড় আসার আগেই বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরে
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement